ছড়াচ্ছে ডেল্টা, চীনের একাধিক শহরে প্রবল আতঙ্ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা বিশ্ব এখন কাঁপছে করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তায়। করোনা ভাইরাসের বিশ্বজুড়ে পরিস্থিতি কেমন সংবাদমাধ্যমের পর্দায় নিয়মিত তা উঠে আসছে। তবে কেমন রয়েছে চীনের পরিস্থিতি তারা সচরাচর জানা যায় না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এবার সেই খবর প্রকাশ্যে এল।
পূর্ব চীনের নানজিং শহরে মঙ্গলবার ২৪ ঘন্টায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নির্দেশিকা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে যাতে না বেরোন। সিল করে দেওয়া হয়েছে গোটা শহর। এই শহরে মোট বাসিন্দা সংখ্যা ৯০ লাখের বেশি। লাগাতার ছড়াচ্ছে সংক্রমণ। এখনো পর্যন্ত ১১২ জন করোনা আক্রান্ত বলে জানা গেছে।
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের তরফে জানানো হয়েছে ভাইরাসের জেনেটিক সিকোয়েন্সিং করে দেখা গেছে সেটি ডেল্টা ভ্যারিয়েন্ট। নানজিং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তরফ থেকে জানানো হয়েছে ডেল্টা ভেরিয়েন্ট এর ক্ষেত্রে কিছু নতুন বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বেড়েছে যেমন, তেমনি এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। চিকিৎসা ক্ষেত্রে সময় সাপেক্ষ কিন্তু সঠিক সময় ধরা না পড়লে মারাত্মক আকার নিতে পারে।
ত্রিপুরায় খেলা শুরু হয়েছে: ব্রাত্য বসু
জানা গিয়েছে এই প্রথম সংক্রমণ শহরের বিমানবন্দরের কর্মীদের মধ্যে ধরা পড়ে। শহরের নাগরিকদের দু’দফায় নিউক্লিক অ্যাসিড টেস্ট করতে হয়েছে। দ্বিতীয় দফায় গণহারে টেস্ট বাড়ছে। শুধুমাত্র নানজিং নয়, সংক্রমনের খবর এসেছে পাঁচটি চিনা প্রদেশ এবং নটি শহর থেকে।
নানচিং-এ ৪টি হাইরিস্ক জোনে ভাগ করা হয়েছে। ২৫ টি অঞ্চল মাঝারি ঝুঁকিপূর্ণ। সিনেমা হল, জিম, ইনডোর সুইমিংপুল, বার, দাবা, কেরাম, তাস খেলার ঘর বন্ধ করে দেওয়া হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে ওষুধের দোকান, পাইকারি বাজার, শপিং মল সহ প্রয়োজনীয় পরিষেবার। দূরপাল্লার বাস পরিষেবা সহ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।