ভারত সফরে এলেন চিনা বিদেশমন্ত্রী,শান্তি রক্ষার বার্তা ভারতেরও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে বৃহস্পতিবার ভারত পৌঁছলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াংই। ২০২০ সালের প্রকৃত রেখা লঙ্ঘন হওয়ার পর এই প্রথম চিনের কোনো মন্ত্রী ভারতে এলেন।

আজ সকাল ১০ টায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াংই। সূত্রের খবর, ভারতের প্রধান মন্ত্রীর সঙ্গে চিনের বিদেশমন্ত্রীর বৈঠকের কথা ছিল তবে তা হয়নি।

অজিত দোভালের সঙ্গে কথোপকথনের উদ্দশ্য ছিল পূর্ব লাদাখের প্রকৃত রেখা লঙ্ঘন এলাকায় শান্তি রক্ষা করা। ভারত সরকার দ্রুত চিনের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য লাদাখের বাকি এলাকা থেকে সমস্ত সৈন্য সরিয়ে নেওয়ায় প্রস্তাব দিয়েছেন।

Anarul arrest: ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

তিনি আরও বলেন দুই দেশের শান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে সৈন্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অতি আবশ্যক। এর ফলে ভবিষ্যতে ভারত-চিনের সম্পর্ক অটুট থাকবে।

এদিকে ভারত-চিন রেগুলেশনে কাজ করা প্রতিনিধিদের উন্নতির কথা ভেবে অজিত ডোভাল কে চিনে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রয়োজনে ভারত-চিনের সামরিক ও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখা হবে বলে দুই দেশের আলোচনাভিত্তিক ছাড়পত্র পাওয়া গেছে।

তবে ভারতে আসার পূর্বে চিনের বিদেশমন্ত্রী সাক্ষাৎ করলেন পাক সেনপ্রধান কামার বাজওয়ার সঙ্গে। পাকিস্তানে OIC  বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন’ এ কাশ্মীর সম্বন্ধে  ভাষণ রাখতে গিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হন চিনের বিদেশমন্ত্রী।

বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ওয়াং ই যে বক্তব্য কাশ্মীর নিয়ে রেখেছিলেন তা খারিজ করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশ নিয়ে কথা বলার অধিকার চিনের নেই বলেই জানানো হয়েছে।

কী বক্তব্য ছিল চিনের বিদেশমন্ত্রীর? ইসলামাবাদে আয়োজিত এই বৈঠকে তিনি জানান,“কাশ্মীর সম্পর্কে প্রচুর ইসলাম বন্ধুদের কথা শুনলাম। চিন কাশ্মীর নিয়ে একই আশা রাখছে। ” লাদাখের বহু জায়গায় ভারত-চিন সেনা প্রায় বিপরীতে দাঁড়িয়ে রয়েছে এখনও। ওয়াং ই’র মন্তব্যে ভারতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। চিনও কিছু নতুন অবকাঠামো তৈরী করছে লাদাখে। দিল্লি এখনও কটাক্ষ করে চলেছে বিদেশমন্ত্রীর এই মন্তব্যের।

সম্পর্কিত পোস্ট