#coronavirus করোনার প্রতিষেধক আবিষ্কার করেছে চিন, দাবি করছে চিনা সংবাদমাধ্যম
কোনও ওষুধ বা টিকা নয়, চিনা গবেষকরা তৈরি করেছেন ন্যানোমেটেরিয়াল । যা করোনার জীবাণুর কার্যক্ষমতা ৯৬.৫-৯৯.৯% পর্যন্ত কমিয়ে দিতে পারে |
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- চিনের হুবেই প্রদেশের উহানে আতুঁড়ঘর হলেও বর্তমানে বিশ্বব্যাপী ত্রাসের সৃষ্টি করেছে করোনা ভাইরাস ।
WHO-র রিপোর্ট অনুসারে মারণ ভাইরাসের জেরে আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৩৮ হাজার ১৪৬ । মৃত ৩০ হাজার ৩৯ ।
যার মধ্যে আক্রান্তের নিরীখে মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপরে রয়েছে (১লক্ষ ৩ হাজার ৩২১) । দ্বিতীয় ইতালি (৯২ হাজার ৪৭২) এবং তৃতীয় চিন (৮২ হাজার ৩৫৬) ।
মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম COVID-19 । মারণ ভাইরাসের জেরে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন হাজার হাজার মানুষ ।
গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও দাপট বাড়াচ্ছে মারণ ভাইরাস। বিশ্বের তাবড় বিজ্ঞানী, গবেষকরা এর প্রতিষেধক তৈরিতে ব্যস্ত।
চিনেই করোনার প্রতিষেধক
তবে সেভাবে সাফল্য এখনো মেলেনি । কিন্তু চিনের গবেষকদের দাবি, তাঁরা Covid19 রোখার সবচেয়ে কার্যকারী প্রতিষেধক তৈরি করে ফেলেছেন।
যা এই ভাইরাসের বিরুদ্ধে ৯৯.৯ শতাংশ পর্যন্ত উপকারি হতে পারে।
[ আরোও পড়ুন :করোনার জেরে মৃত ৩৪০৫, চিনকে ছাপিয়ে গেল ইতালি ]
সম্প্রতি, Global Times নামের চিনের এক সংবাদ মাধ্যম দাবি করেছে, চিনা বিজ্ঞানীদের একটি দল করোনাকে ধংস করার ওষুধ আবিষ্কার করে ফেলেছে।
Chinese scientists have developed a new weapon to combat the #coronavirus. They say they have found a nanomaterial that can absorb and deactivate the virus with 96.5-99.9% efficiency. pic.twitter.com/ESFUOoTuIX
— Global Times (@globaltimesnews) March 29, 2020
কোনও ওষুধ বা টিকা নয়, চিনা গবেষকরা তৈরি করেছেন একটি ন্যানোমেটেরিয়াল ।
যা করোনার জীবাণু শুষে ফেলতে পারে বা এর কার্যক্ষমতা ৯৬.৫-৯৯.৯% পর্যন্ত কমিয়ে দিতে পারে ।
চিনেই করোনার প্রতিষেধক ন্যানোমেটিরিয়াল
আবিষ্কৃত ন্যানোমেটেরিয়ালটি উৎসেচকের মতো কাজ করে । এই ন্যানোমেটেরিয়াল দিয়ে পেন্ট, ফিল্টার, ইনসুলেশনের মতো জিনিস তৈরি হতে পারে ।
ইতিমধ্যেই চিনের ওই গবেষকদল বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে এই ন্যানোমেটেরিয়াল দিয়ে মাস্ক এবং চিকিৎসকদের জন্য PPE বানানর জন্য।
যদিও, চিনের বাইরে থেকে খবরের সত্যতা যাচাই করা সম্ভব নয়। নিছক গল্প না হয়ে যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে উৎসস্থলেই সমাপ্তির পথে করোনা ভাইরাস।
করোনা ভাইরাসের দাপট সবার প্রথমে দেখা যায় চিনেরই উহান প্রদেশে । সেখান থেকেই বিশ্বে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস।
আপাতত চিনে এর সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও বিশ্বের অন্যান্য দেশে প্রভাব মারাত্মক ।
ইতিমধ্যেই করোনার জেরে পৃথিবীতে প্রায় ৩১ হাজার মানুষের প্রাণ গিয়েছে ।
[ আরোও পড়ুন : #CoronaUpdate দশ মিনিটে এক জন নাগরিকের মৃত্যু হচ্ছে ইতালিতে ]
প্রধান সমস্যার কারণ, ভাইরাসটির উৎপত্তি এবং চরিত্র সম্পর্কে বিজ্ঞানীদের কাছে তেমন কোনও তথ্য নেই ।
বিজ্ঞানীদের একাংশের দাবি, এটি কোনও প্রাকৃতিক সংক্রমণ নয়, বরং মনুষ্য সৃষ্ট ।
মনে করা হচ্ছে জৈবিক অস্ত্র বা বায়োওয়েপন হিসেবে ব্যবহার করার জন্য বেজিং ভাইরাসটি তৈরি করেছে।