মনীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই
মনীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার আরও দুই। ১৪ দিনের হেফাজতের নির্দেশ আদালতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্যারাকপুরের বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লার খুনের তদন্তে এবার সিআইডির জালে দুই ভাড়াটে খুনি। পাঞ্জাব থেকে তাঁদের গ্রেফতার করেন সিআইডি অফিসাররা। প্রত্যেকেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। সিআইডির তরফে আরও চার জনের জন্য জাল পাতা হয়েছে। এমনটাই সূত্রের খবর।
পাঞ্জাবের লুধিয়ানা থেকে গ্রেফতার হওয়া দুই শার্প শ্যুটার রোশন যাদব এবং সুদীপ কুমার রাইকে গ্রেফতার করে হয়েছে। শুক্রবারই তাঁদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতার হওয়া দুই জনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজার চেষ্টা শুরু করেছে সিআইডি।
৪ অক্টোবর রাতে টিটাগড় থানার কাছেই গুলিতে নিহত হন বিজেপি নেতা মনীশ শুক্লা। ওই খুনের ঘটনায় খুররাম, গুলাব শেখ এবগ সুবোধ রায় নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এরপর রোশন যাদব এবং সুদীপ কুমার রাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পাঞ্জাব থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সিসিটিভি ফুটেজের মাধ্যমে জানান যায়, ঘটনাস্থলে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে সঙ্গীদের সঙ্গে কথা বলছিলেন মনীশ। বিটি রোডের ওপর দাঁড় করানো নিজের গাড়ির ঠিক বিপরীতে দাঁড়িয়ে ছিলেন মনীশ। ঠিক সেই সময়েই মনীশের গাড়ি পার করে একটি মোটরবাইক এসে উপস্থিত হয়। মনীশ এবং তাঁর সঙ্গীদের দিকে গুলি চালায় বাইকে বসা দুই জন। গুলির ঘায়ে মাটিতে লুটিয়ে পড়েন মনীশ।
মণীশ খুনের তদন্তে নেমে একটি মিনি কারবাইন বাজেয়াপ্ত করেছে সিআইডি। প্রাথমিকভাবে অনুমান, খুনের সময় ওই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করা হয়েছিল।
ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক উদ্দেশ্যে খুন হতে হয়েছিল মনীশ শুক্লাকে? তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। নাকি ঘটনার পিছনে রয়েছে বড় কোন নেতার যোগ? প্রশ্নের উত্তর এখনও মেলেনি।