মঙ্গললকোটে অসীম দাস খুনের ঘটনার কিনারায় আজই ঘটনাস্থলে CID
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলকোটে তৃণমূল নেতা অসীম দাস খুনে তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছে রাজ্য প্রশাসন। দায়িত্ব পেয়ে শুক্রবার সকাল থেকেই কাজে নেমে পড়েছে রাজ্যে তদন্তকারী সংস্থা। মঙ্গলকোটে সংশ্লিষ্ট ঘটনাস্থলে আজকেই যাবেন তারা। দ্রুত হত্যাকাণ্ডের কিনারা করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নমুনা সংগ্রহ করতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে।
সোমবার লাখুরিয়ায় তৃণমূল অঞ্চল সভাপতি অসীম দাস খুনের ৪৮ ঘণ্টার মধ্যে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছিল। এবার সরাসরি খুনের কিনারার ভার দেওয়া হয়েছে সিআইডির হাতে। সন্ধ্যাবেলা কাশিমনগর বাজার থেকে বাইকে চড়ে বাড়ি ফেরার সময় অসীম দাসকে গুলি করে দুস্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার।
অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছে অসীম বাবুকে। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে পেশাদার হাতের গুলিতে মৃত্যু হয়েছে অসীম বাবুর। ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে সাহাবুল শেখ এবং সামু সেখ নামে দুজনকে। ইতিমধ্যেই পুলিশ কাস্টডিতে নিয়ে তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুভেন্দুর নিরাপত্তারক্ষী মৃত্যু রহস্যের তদন্তে জোর তৎপরতা CID-র
রাজনৈতিক পরিচয়ের বাইরে অসীম দাসের কোন ব্যক্তিগত শত্রু ছিল কিনা তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রয়োজনে জেরা করা হতে পারে পরিবারের সদস্যদের। এছাড়া তদন্তকারী গোয়েন্দাদের নজরে যে সমস্ত সন্দেহভাজন রয়েছেন তাদের প্রত্যেককে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে।
অসীম দাস খুনের ঘটনায় মঙ্গলকোটে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনায় বিজেপিকে দায়ী করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।