অশীতিপর বৃদ্ধার সহায়তায় এগিয়ে এলেন সিভিক ভলেন্টিয়ার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় তিন মাস যাবত লকডাউন আটকে পড়া বৃদ্ধ মহিলাকে হসপিটাল নিয়ে যান রামপুরহাটের এক সিভিক ভলেন্টিয়ার।
বৃদ্ধার নাম দ্রৌপদী কর্মকার ,বয়স প্রায় ৬৫ বছর। রামপুরহাট থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার শিবায়ন ভট্টাচার্য্য জানায়, “ওই বৃদ্ধা লকডাউন এর আগে রামপুরহাটে এসেছিলেন এখন আটকে পড়ে। দীর্ঘদিন ধরেই স্টেশনেই দিন কাটান ।নানান স্বেচ্ছাসেবী সংস্থা ওনাকে খাবার দেন। ওনার কিছু শারীরিক অসুবিধার জন্য আমি হসপিটালে ভর্তি করেছিলাম, আজ প্রায় আট দিন ধরে তিনি হসপিটালে রয়েছেন।”
অশোক ভট্টাচার্যের ভাইপোকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের প্রধান পাপিয়া পালের
শিবায়নের কথায়, বৃদ্ধার ঘাড়ে ব্যথা ও মাথায় ব্যথা হচ্ছিল বলে জানায়। তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানান ডাক্তারেরা। এই যে প্রায় আট দিন যাবৎ ওষুধ হসপিটাল থেকেই দেওয়া হতো এবং যেগুলি পাওয়া যেত না সেগুলি আমি কিনে আনতাম।
এই কাজে তাকে সব সময় সাহায্য করেছে আই .সি সাহেব সন্দীপন চ্যাটার্জি ও এসডিপিও সৌম্যজিৎ বড়ুয়া তাকে সাহায্য করেছেন বলেও জানান শিবায়ন।
তিনি আরও বলেন, আমি ওনার ছবি ফেসবুকে আপলোড করি, তারপর ওনার ছেলের সঙ্গে আমার কথা হয়েছে। ওনার ছেলে বলেন আমি দুদিনের মধ্যে মাকে নিতে যাবো ।
শিবায়ন সবশেষে এটাই জানায় আমি দেশসেবার কাজে নিজেকে নিযুক্ত হয়েছি সব সময় মানুষের পাশে থাকবো এটাই আমার লক্ষ্য।