লাদাখ সীমান্তে সংঘর্ষ, আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানো সম্ভব ,মত সূর্যকান্ত মিশ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাদাখ সীমান্তের সংঘর্ষের ঘটনা সম্পর্কে সিপিআই(এম)-র অবস্থান সুস্পষ্ট এবং স্বচ্ছ। মঙ্গলবার পার্টির পলিট ব্যুরো বিবৃতি দিয়ে তা জানিয়েছে।
বুধবার পার্টির রাজ্য সম্পাদক সূর্য মিশ্র এই প্রশ্নটি ব্যাখ্যা করে বলেছেন, ‘‘আমরা কোনোদিনই চীনপন্থী বা রুশপন্থী ছিলাম না। অরুণাচল নিয়ে চীনের দাবিকে আমরা বরাবরই প্রকাশ্যে অন্যায্য বলে এসেছি। কিন্তু ট্রাম্পের মতো আমরা চীনকে শত্রু বলে যুদ্ধ চাই না। পরমাণু অস্ত্র নিয়ে কে যুদ্ধ চায়? পৃথিবী শেষ হয়ে যাবে ওই পথে। আমরা তাই শান্তির কথা বলেছি। শান্তির পথ হলো আলোচনা।”
তিনি বলেছেন, ‘আমাদের পার্টির পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর নিহত অফিসার ও জওয়ানদের জন্য শোকপ্রস্তাব নেওয়া হয়েছে। ভারতের স্বার্থ সুরক্ষা আমরা সবসময়েই চাই। তার জন্য শান্তির প্রয়োজন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও শান্তির জন্য দ্বিপাক্ষিক আলোচনার কথা বলা হয়েছে। আমরাও বলছি, আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানো সম্ভব। সামরিক পর্যায়ে এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা করার দরকার আছে।’’