চার দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন। বৃহস্পতিবার চৌঠা আগস্ট কলকাতা থেকে তিনি দুপুরের বিমানে দিল্লি পৌছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে ঐ বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী আলাদাভাবে দেখা করে রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া জানাতে পারেন।

বাণ্ডিল বাণ্ডিল টাকা সমেত আটক তিন কংগ্রেস বিধায়ক

পাশাপাশি এই সফরে মমতা নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গেও সৌজন্য সাক্ষাত করতে পারেন বলে মনে করা হচ্ছে। তাঁর এই সফরের মধ্যেই শনিবার ৬ই আগষ্ট উপরাষ্ট্রপতি নির্বাচন। তাতে তৃণমূল কংগ্রেস ভোটদানে বিরত থাকবে বলে আগেই জানানো হয়েছে। তবে সংসদের চলতি অধিবেশন নিয়ে মুখ্যমন্ত্রী দলীয় সাংসদদের সঙ্গে দেখা করতে পারেন।
সোমবার ৮ই আগস্ট তাঁর কলকাতায় ফেরার কথা।

সম্পর্কিত পোস্ট