নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর প্রয়োজন নেইঃ মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোনার বাংলার শ্রষ্টা রবীন্দ্রনাথই। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখানোর প্রয়োজন নেই। বিশ্বভারতী ও  রবীন্দ্রনাথের অপমান করা হচ্ছে। কুকথায় রবীন্দ্রনাথকে আক্রমণ করা হচ্ছে। বোলপুরের জনসভা থেকে বিজেপিকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসেই পশ্চিমবঙ্গ সফরে এসে বোলপুরে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির রোড শোকে চ্যালেঞ্জ করেই মঙ্গলবার বোলপুরের লজের মোড় থেকে শুরু হয় মিছিল। মিছিল চলে জামবুনি অবধি। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী।

তিনি আরও বলেন,  “বিশ্বভারতীকে অপমান করা হচ্ছে, বিশ্বভারতীর মধ্যে ঘৃণ্য এবং বিদ্বেষমূলক রাজনীতি করার চেষ্টা চলছে। আমার ভালো লাগে না যখন দেখি বিশ্বভারতীকে ঘিরে একটি নোংরা রাজনীতি চলছে। এমনকি অমর্ত্য সেনকে অপমান করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।“

ইতিমধ্যেই বাংলায় একাধিক কর্মসুচী স্থির করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২১ এর নির্বাচনকে সামনে রেখেই দলীয় নেতৃত্বদের নির্বাচনের রোড ম্যাপ স্থির করে দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এর আগে বীরভূমে এসে বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। পরিবারের বঞ্চনার কথা শোনা হয়নি বলে অভিযোগ করেন বাউল পরিবার। এদিন তৃণমূলের মঞ্চে গান গাইতে দেখা গেল সেই বাসুদেব বাউলকে।

এবিষয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “আদিবাসীদের বাড়িতে খাচ্ছে আর দেখাচ্ছে । তবে খাচ্ছে ফাইভ স্টারের খাবার। প্রত্যেক সপ্তাহে একবার করে এসে ফাইভ স্টার খাবার চাই। অথচ দেখানো হচ্ছে আদিবাসী পরিবারের খাবার। এতে আদিবাসীদের অপমান করা হচ্ছে।”

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/cm-mamata-banerjee-attacks-bjp-from-biswabharati/

এমনকি অমিত শাহের সেদিনের রোড শোকে কটাক্ষ করে বলেন,  বাইরে থেকে লোক এনে আর একগুচ্ছ পতাকা নিয়ে মিছিল করা হচ্ছে। বরং তৃণমূলের মিছিলের লোকের সংখ্যা ছিল বেশী এবং পতাকার সংখ্যা ছিল কম।

পাশাপাশি তিনি আরও বলেন, টাকার লোভ দেখিয়ে ভোট দখলের চেষ্টা করছে বিজেপি। মানুষের উদ্দেশ্যে বলেন, টাকা দিলে নিয়ে নিন, বিজেপিকে তাড়িয়ে দিন। তৃণমূল সুপ্রিমোর সাফ মন্তব্য, টাকা দিয়ে কতগুলো বিধায়ক কেনা যায়। কিন্তু তৃণমূলকে কেনা যায় না। যারা বিশ্বভারতীকে অপমান করছে তাঁরাই ওদের নেতা। যারা গান্ধীজীকে খুন করেছে তাঁরাই ওদের নেতা। এখানে এসে রবীন্দ্রনাথের গান, চিন্তাধারাকে মনে করলেই চিন্তাধারা বদলে যায় না। রবীন্দ্রনাথের বাংলায় মিথ্যা এবং অপপ্রচারের রাজনীতি হচ্ছে বলে দাবী মমতার।

এদিন বোলপুরে মমতার পদযাত্রায় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের মতে একদিকে যখন বিজেপি নেতৃত্ব রবীন্দ্রনাথের বিষয়ে একাধিক মন্তব্য করছেন, যখন রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলের প্রস্তাব দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহুর্তেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাবিন্দ্রিক সংস্কৃতিতে পরিপুষ্ট বোলপুরে জনসভা করে বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট