মতুয়ারা সকলেই নাগরিক, স্পষ্ট বার্তা মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার বনগাঁর গোপালনগরে লক্ষাধিক মানুষের সমাগমে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঠাকুরনগরের জনসভা থেকে মমতা স্পষ্ট করে দেন মতুয়ারা এরাজ্যের নাগরিক কোনওমতেই তিনি এনআরসি করতে দেবেন না।

এদিন মতুয়াদের দেওয়া একাধিক প্রতিশ্রুতি সরকার পালন করেছে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী। মতুয়ারা সকলে নাগরিক। মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। মতুয়াদের জন্য কালোনি করে দেওয়া হয়েছে। তাঁদের কেউ পড়াশুনা করে, কেউ চাকরী করে। রাজ্য ঠিক করবে কে থাকবে। মতুয়াদের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। বাংলায় এনআরসি, এনপিআর হতে দেবো না। বাংলা থেকে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হবে না। স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর।

অক্ষরে অক্ষরে নাগরিকত্ব বুঝিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উদবাস্তুরা এসে এক জায়হায় থাকে। রাজ্যে এরকম ৯৪ টি উদবাস্তু কলোনি রয়েছে। সেগুলি আইন করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে রাজ্যের সরকারী কলোনি। আর একটি রয়েছে কেন্দ্রের। কেন্দ্রের উদবাস্তু কলোনিতে প্রায় ২৫০ টি কলোনি রয়েছে তাঁদেরকে আমরা আঙ্গরিক করে দিয়েছি।

এদিন বিজেপিকে ফের বহিরাগত বলে সরাসরি আক্রমণ করেন তৃণমূল নেত্রী। জনগণের উদ্দেশ্যে বলেন, অনেক বাইরে থেকে লোক আসছে। খেয়াল রাখুন। বিজেপির একটাই কাজ, বাংলা থেকে বাঙালিকে তাড়িয়ে দেওয়া। আমরা বাংলার মানুষ যে ভাষায় একসঙ্গে কথা বলি, যারা বাংলায় থাকি তাঁরা বাংলার মানুষ হিসাবে পরিচিত। আর আরএসএস বাইরে থেকে গুন্ডা থেকে মতুয়াকে ধর্ম শেখাচ্ছে। ওরা পরিবার ভেঙেছে। এখন মতুয়াদের আলাদা করার চেষ্টা করছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/buddhadeb-bhattyachariya-admitted-to-hospital/

 

এদিন বনগাঁর গোপালনগরে মতুয়াদের ডাকা জনসভাতেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে তিনি বলেন, মতুয়ার এতো মানুষ রয়েহে কেউ আগে জানতই না। মতুয়াদের ডেভলোপমেন্ট বোর্ড তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। যার জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। এদিন হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বিজেপিকে কটাক্ষ করে বলেন, কথা দিয়ে কথা রাখব না এটা হবে না, আমি বিজেপি নই। ভাবে তৃণমূল কংগ্রেস ভদ্র। রবীন্দ্র নজরুলের দেশের মানুষ। ভদ্রতা জানে। তাই বারবার খামচাচ্ছে একবার রাম চিমটি, একবার শ্যাম চিমটি আবার কখনও গোবর্ধন চিমটি এটাই করছে।

সম্পর্কিত পোস্ট