ছন্দে আক্রমন মমতার, গল্পে মাতালেন বিশ্বভারতী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পৌষের মাঝামাঝি আশ্বিনের মেজাজ। বছর শেষ হতেই আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবি বুকে নিয়ে, অমর্ত্য সেনের ছবি পাশে নিয়ে আক্রমণ শানালেন বিজেপিকে। তবে এদিনের আক্রমণ গতানুগতিকতার থেকে একটু অন্যরকম।
মঞ্চে দাঁড়িয়ে আমজনতার মধ্যে গল্পের মাধ্যমে ছড়িয়ে দিলেন একাধিক জনমুখী প্রকল্পের কথা। বুঝিয়ে দিলেন এ রাজ্যে বসবাসকারী প্রত্যেকটি পরিবারের জন্য তিনি কতটা চিন্তাভাবনা করছেন। যা নিঃসন্দেহে বেশ অন্যরকম বলাই যায়।
২০২০ অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। একদিকে নন্দীগ্রামে বিজেপিতে যোগদানের পর প্রথম কোন অরাজনৈতিক সভায় যোগ দিলেন শুভেন্দু অধিকারী।
আর সেদিনই রবীন্দ্রনাথের কর্মভূমিতে রাজনীতির সঙ্গে বাংলার সংস্কৃতি ওরফে বোলপুরের সংস্কৃতির মেলবন্ধন ঘটালেন সংস্কৃতিমনস্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শুরু থেকে শেষ অব্দি আজকের জনসভা বর্ণে গন্ধে ছন্দে রবীন্দ্রময় করে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবীন্দ্রনাথের কবিতা এবং গান দিয়েই আজ বারবার আক্রমণ জানিয়েছেন গেরুয়া শিবিরকে। স্পষ্ট বলে দিলেন বাংলার উন্নয়নই দানবদের রুখে দেবে। শুরু থেকে শেষ পর্যন্ত বোলপুর ছিল উত্তেজনায় ভরপুর। বছর শেষে যখন জাঁকিয়ে শীত পড়েছে তখনই রাজনৈতিক ময়দানে ভোটযুদ্ধের বাদ্যি বাজিয়ে ঝড়ো ইনিংসের মাধ্যমে বাড়িয়ে দিলেন রাজনীতির পারদ।
সবার শেষে বাসুদেব দাস বাউল এর গান দিয়েই শেষ করলেন আজকের রাজনৈতিক সভা। একুশে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবে- ফের বোলপুরের মাটিতে দাঁড়িয়ে মনে করিয়ে দিলেন দলনেত্রী।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/mamata-your-perseverance-gives-me-immense-strength-amartya-sen/
এদিন সভা শেষে আগত কর্মী-সমর্থকদের শ্লোগানের মাধ্যমে উজ্জিবিত করে গেলেন মুখ্যমন্ত্রী। আর তারাও অঙ্গীকার করলেন সভা শেষের পর থেকেই একুশে নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বেন। যে বাসুদেব দাস বাউলের বাড়িতে অমিত শাহ মধ্যাহ্নভোজ করেছিলেন আজ তিনি ‘দিদি’র মঞ্চে গাইলেন ”তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না….”।
ওয়াকিবহল মহলের মতে, বাঙলার আবেগ, বাঙালির আবেগ রবীন্দ্রনাথ-অমর্ত্য সেনকে কাজে লাগিয়ে আজ ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী । তাতে কিছুটা হলেও ব্যাকফুটে গেলে বিজেপি । রবীন্দ্রনাথ এফেক্ট কতটা ভোটবাক্স ধরে রাখবে সেটা সময় বলবে।