বৈঠকে থাকছেন না, ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে ফিরলেন মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৈঠকে থাকছেন না। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সেরে ফিরলেন মমতা৷ সঙ্গে রাজ্যে ক্ষয়ক্ষতির তথ্য তুলে দিয়ে এলেন প্রধানমন্ত্রীর হাতে৷ তবে উপস্থিত থাকলেন না রিভিউ মিটিংয়ে।
শুক্রবার যশ নিয়ে ওড়িশার কলাইকুন্ডলা বিমানঘাঁটিতে রিভিউ মিটিং করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনকড়, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং হীরন চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মমতা বন্দোপাধ্যায়ের। কিন্তু বৈঠকে উপস্থিত না থেকে রাজ্যের ক্ষয়ক্ষতির হিসাব তুলে দিয়েই দীঘার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী৷
এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন না বলে আগেই সাগরের প্রশাসনিক বৈঠক থেকে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, বৈঠকে উপস্থিত না থাকলেও ক্ষয়ক্ষতির হিসাব তুলে দেবেন তিনি৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত হওয়ার পরেই স্বাগত জানান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এর আগেও ঘুর্ণিঝড় নিয়ে কেন্দ্রের বরাদ্দ টাকাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ বাড়তে দেখা গিয়েছে। এবারেও কি একই ঘটনা?
বৈঠকে উপস্থিত থাকার কথা জল ও সেচ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্রের। উপস্থিত থাকবেন জেলা শাসক এবং পুলিশ সুপাররাও৷