নাম না করে ভার্চুয়াল বৈঠক থেকে দাদা ও তার অনুগামীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টার্গেট ২০২১ -এ পশ্চিমবঙ্গের কুর্সি দখল। ভোট ময়দানে কোমর বেঁধে ঝাঁপানোর আগেই ঘর সামলাতে নাজেহাল ঘাসফুল। একের পর এক নেতা কর্মীরা বেসুরো গান গাইছেন।

ভোটে লড়ার আগে অভিমানী নেতা-বিধায়কদের মান ভাঙানোর চেষ্টাতেও কসুর করেননি তৃণমূলের নেতৃত্বরা। তবে আর কোনও অনুরোধ নয়। সরাসরি দলবিরোধী নেতাকর্মীদের উদ্দেশে এবার কড়া সুর শোনা গেল নেত্রীর গলায়।

তিনি বলেন, ” যাঁরা দলবিরোধী কাজ করছে, এক মুহূর্ত সময় নষ্ট না করে দল থেকে বের করে দিন। দলবিরোধী কাজ করছে এমন কাউকে ধরে রাখা যাবে না। যারা সাহস করে থাকতে চান, থাকুন। যাদের সাহস হবে না, লুটেরাদের দলে চলে যান। ১ জন চলে গেলে ১ লক্ষ সম্পদ তৈরি হবে।”

তৃণমূল সূত্রে জানা গেছে, এদিনের বৈঠকে নেত্রী সকলকে আরও একবার মনে করিয়ে দেন, দলে নতুন পুরনো সবারই গুরুত্ব আছে। সবাইকেই হাতে হাত মিলিয়ে ভোটের লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/farmers-call-for-all-india-bandh-on-tuesday/

পাশাপাশি এদিন যারা গোপনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভয় পাচ্ছেন, তাদের দল থেকে চলে যাওয়ার নির্দেশ সরাসরি দেন সুপ্রিমো।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, শুভেন্দু দলত্যাগ করছেন ধরে নিয়েই তাঁর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদের পথেই হাঁটার প্রক্রিয়া শুরু করল শাসক দল। সেই সঙ্গে যাঁরা শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবার তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিলেন দলনেত্রী।

মিরাক্যাল না ঘটলে এই অবস্থা থেকে ফিরে আসা কোনও পক্ষেরই আর সম্ভব নয়। তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকদের এবার থেকে শুভেন্দুবিহীণ হয়েই কাজ করতে হবে। কার্যত এদিন সে বার্তাই দিলেন দলনেত্রী।

এদিন তৃণমূলনেত্রী জানিয়ে দেন, নন্দীগ্রাম হোক কী হলদিয়া, কাকদ্বীপ হোক কী কোচবিহার, মেদিনীপুর হোক কী মুর্শিদাবাদ, যেখানেই চোখে পড়বে কেউ দলবিরোধী কার্যকলাপ করছে তখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী এদিন স্পষ্ট জানিয়েছেন শুভেন্দু অধিকারী যাই করুন না কেন সেটা তাঁর ব্যক্তিগত পদক্ষেপ। তাঁরা তৃণমূলেই থাকছেন।

ওয়াকিবহল মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কারোর নাম নেননি। তবে এটা বুঝতে কারোর অসুবিধা হয়নি যে দলনেত্রী আদতে নাম না করেই বুঝিয়ে দিলেন যারাই দলে থেকে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলবেন তাঁদের বিরুদ্ধেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে কড়া পদক্ষেপ নিতে।

এদিকে শুভেন্দু কাণ্ডের জের পড়তে শুরু করে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের ওপরেও। এদিনই বদলি করে দেওয়া হয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল কুমার যাদবকে। তাঁকে শিলিগুড়িতে দায়িত্বে নিয়ে যাওয়া হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/2021-assembly-election-jp-nadda-is-coming-in-westbengal-for-administrative-meeting/

জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন হাওড়া পুলিশ কমিশনারেটের উত্তর জোনের ডিসি প্রবীণ প্রকাশ। তাঁর জায়গায় আসছেন শিলিগুড়িতে র‍্যাফের দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক অনুপম সিং। তবে রাজ্য পুলিশ প্রশাসনের তরফকে একে রুটিন বদলি বলেই জানানো হয়েছে।

এদিন তৃণমূলনেত্রী জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল যে সভা করেন সেখানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সভাপতি শিশির অধিকারীও।

দলনেত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম ও হলদিয়ায় ব্লক সভাপতিদের পরিবর্তন করে একদম নতুন করে সংগঠন সাজাতে।

সম্পর্কিত পোস্ট