‘নজর ত্রিপুরায়’ কলকাতায় শিক্ষিকাদের বিষ পান নিয়ে মমতা ‘নীরব’

দ্য কোয়ারি ডেস্ক: বেতন বৈষম্য ও দূরে বদলির প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় বিক্ষেভকারী ৫ শিক্ষিকা বিষ পান করেন। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও নীরব। আলোড়িত দেশ। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কেন নীরবতার পথ নিয়েছেন।

মঙ্গলবার কলকাতায় বিকাশ ভবনের সামনে চরম নাটকীয় পরিস্থিতিতে ৫ জন শিক্ষিকা প্রকাশ্যে বিষ পান করেন। বুধবার পর্যন্ত মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নীরব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নীরব। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রবল ক্ষোভ শুরু হয়েছে।

টানা তিনবার জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসের জমানা চলছে রাজ্যে। এই মমতা জমানাতে বেতন বৈষম্য, দূরে বদলির বিরোধিতা করে শিক্ষক আন্দোলন চলছিল তখনই ঘটেছে বিষ পান করার ঘটনা।

অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লক্ষ্য নিয়ে ত্রিপুরায় গিয়ে সে রাজ্যের ভয়াবহ বেকারত্বের বিষয় ও সেখানকার ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকার কর্মচ্যুতি নিয়ে প্রবল সরব। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগরতলায় সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার গত বাম জমানা ও বর্তমান বিজেপি-আইপিএফটি জোট সরকারের কর্মসংস্থান ইস্যুতে প্রবল সরব হয়েছিলেন। তিনিই এখন নিজ রাজ্যে পাঁচ শিক্ষিকার বিষ পান নিয়ে তিনিও নীরব।

ত্রিপুরার কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাদের আত্নহত্যার পাশাপাশি পশ্চিমবঙ্গের ছবিটা হচ্ছে রাজপথে শিক্ষিকারা বিষ পান করছেন।

সম্পর্কিত পোস্ট