বিনামূল্যে গণ টিকাকরণের জন্য প্রধানমন্ত্রীর অনুমতি চেয়ে চিঠি দিলেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোটের আগেই বিনামূল্যে গণ টিকাকরণ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে খরচ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বিনামূল্যে রাজ্যবাসীকে কোভিড টিকা দেবেন। এদিন সেই প্রতিশ্রুতি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন তিনি।

চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লিখেছেন , করোনাভাইরাস রুখতে রাজ্যে যে টিকাকরণ চলছে তা পর্যাপ্ত নয়। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মী, পুরকর্মী ও অন্যান্য প্রথমসারির কোভিডযোদ্ধাদের দ্রুত কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে।

তারপরও ভোটমুখী পশ্চিমবঙ্গে নিরাপদ নির্বাচনের জন্য সকল সরকারি ও আধা সরকারি কর্মীদের টিকাকরণ আবশ্যক। তবে আশঙ্কার বিষয়, নির্বাচনের জন্য টিকা না নিয়ে বহু মানুষ ভোটকেন্দ্রে হাজির হবেন। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া ও সকলের সুস্বাস্থ্যের স্বার্থে গণটিকাকরণ প্রয়োজন বলে আমরা মনে করছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘রাজ্যের সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্যে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন কিনতে চায় রাজ্য সরকার।

আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিচ্ছেন ক্রিকেটার অশোক দিন্দা!

ভোটের আগে বাংলার সকল নাগরিকের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন মমতা। তাই জানুয়ারি থেকে গোটা দেশে ধাপে ধাপে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে তাতে সন্তুষ্ট নন রাজ্যের প্রশাসনিক প্রধান।

প্রথম ধাপে  সামনের সারির কোভিডযোদ্ধাদের পর দ্বিতীয়ধাপে ১ মার্চ থেকে ষাটোর্ধ্বদের দেওয়া হবে টিকা। টিকাকরণের খরচ বহন করছে কেন্দ্রীয় সরকার। বাজেটে অর্থ বরাদ্দ করাও হয়েছে।

তবে মুখ্যমন্ত্রী চাইছেন, কভিড টিকা গ্রহণ করেই বাংলার মানুষ ভোটকেন্দ্রে উপস্থিত হোক। যাতে নতুন করে সংক্রমণ ছাড়ানোর আশংকা অনেক কমে যায়।

সম্পর্কিত পোস্ট