করোনার প্রয়োজনীয় সামগ্রীর ওপর কর ছাড়ের দাবীতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় অক্সিজেন সরবরাহ বৃদ্ধি সহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের উপর কর ছাড়ের দাবিতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, করোনা নিয়ন্ত্রণে সমস্ত রকম সাহয্য চালচ্ছে সরকার। কিন্তু চাহিদা এবং সরবরাহের মধ্যে বিপুল ফারাক থেকে যাচ্ছে। একইসঙ্গে বেসরকারি, স্বেচ্ছাসেবী সংগঠনের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দানে সেই ফারাক অনেকটা কমেছে। যাদের মাধ্যমে অনেকেই সঠিক সময়ে অক্সিজেন পাচ্ছেন।
এছাড়াও চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইসিইউ তৈরির সরঞ্জাম, বাইপ্যাক মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিলিন্ডারের মতো প্রয়োজনীয় সামগ্রীর ওপর শুল্ক প্রত্যাহারের দাবী জানান তিনি। প্রায় সমস্ত পক্ষ থেকেই প্রয়োজনীয় সামগ্রীর ওপর কর ছাড়ের দাবী তোলা হচ্ছে। কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। কারণ, বিষয়টি কেন্দ্র সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে।
তাই করোনা প্রতিরোধের জন্য যেসমস্ত প্রয়োজনীয় সরঞ্জামের প্রয়োজন তার ওপর কর ছাড় দিক সরকার। একইসঙ্গে জীবনদায়ী ওষুধ এবং সরঞ্জামের সরবরাহের বিষয়ে নির্দিষ্ট সীমা তুলে দেওয়ার দাবী জানিয়েছেন তিনি।
এর আগে তিনবার করোনা প্রতিরোধে কেন্দ্রের তরফে সমস্ত সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আবার প্রয়োজনীয় সামগ্রীর ওপর কর ছাড়ের দাবীতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একইসঙ্গে রবিবারের লেখা চিঠিতেও পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন এবং অক্সিজেন চেয়ে পাথিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লেখেন, এর আগেও অক্সিজেন এবং ভ্যাকসিন দেওয়ার দাবী জানিয়েছি। রাজ্যের জন্য ভ্যাকসিন এবং অক্সিজেন না পাঠালে সংকট তৈরি হবে।