মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনে বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত ৩০ এপ্রিলের পর থেকে সংবাদ মাধ্যমের সামনে আসেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে রাজ্য বিজেপি।

নতুন ক্যাম্পেন চালু করেছে গেরুয়া শিবির। ‘ভয় পেয়েছে মমতা’ শীর্ষক এই ক্যাম্পেনে মূলত মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে সাংবাদিকদের সামনে আসছেন না মমতা। কোনও প্রেস কনফারেন্সও করেননি।

এই নীরবতা নিয়েই প্রশ্ন তুলছে রাজ্য বিজেপি। তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই চুপ করে রয়েছেন। করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ রাজ্য সরকার, নিজের ভুল বুঝতে পেরেই সংবাদমাধ্যমের সামনে আসছেন না মমতা বলে ওই ক্যাম্পেনে দাবি করা হয়েছে।

“অন্নপূর্ণা”-র তৃতীয় পর্ব, ইফতারের খাদ্য দ্রব্য সামগ্রী প্রদানের নবম দিন

ফেসবুক পোস্টে ও ট্যুইটারে একযোগে আক্রমণ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাশট্যাগ #BhoyPeyechheMamata লিখে চলছে প্রচার।

রাজ্য বিজেপির দাবি কেন্দ্রীয় দল রাজ্যে করোনা পরিস্থিতি দেখতে আসার পরেই এখানে মৃতের সংখ্যা বেড়ে চারগুণ হয়ে গিয়েছে। বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যাও। নিজের আসল রূপ সামনে চলে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গিয়েছেন বলে মত গেরুয়া শিবিরের।

উল্লেখ্য ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে কোনও সাংবাদিক সম্মেলনেই কোনও প্রশ্নের উত্তর দেননি মোদি, এই মর্মে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। তারই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন শুরু করেছে বিজেপি।

রাজ্যের হয়ে প্রশাসনিক সবরকম তথ্য সরবরাহ করছেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।

সম্পর্কিত পোস্ট