College Street Coffee House : সংস্কারে আর্থিক সহযোগীতা রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলেজ স্ট্রিটের ঐতিহাসিক কফি হাউস ( College Street Coffee House ) সংস্কারে দশ লক্ষ টাকা দিল রাজ্য সরকার। দীর্ঘ কভিড পরিস্থিতির কারণে অর্থের অভাব হওয়ায় ভবনটি সংস্কারের জন্য আর্থিক সহায়তা চেয়ে কফি হাউজ( College Street Coffee House ) কর্মী সংগঠনের তরফে আগে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন বিচার করেই রাজ্য সমবায় দপ্তর থেকে সম্প্রতি তাদের হাতে এই টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
লকডাউনের প্রভাব থেকে বাদ যায়নি কফি হাউসও। কফি হাউস আর্থিক সংকটের মুখে পড়েছিল। রক্ষণাবেক্ষণের অভাবে কফি হাউসের ছাদে দেখা দিয়েছে ফাটল। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। তাই সবার আগে প্রয়োজন ছিল সংস্কারের। কফি হাউসের তরফে এমনটাই জানানো হয়।
College Street Coffee House
এরপরই কলকাতার ঐতিহ্যের সঙ্গে জুড়ে যাওয়া কফি হাউসের কর্মচারীদের পাশে দাঁড়াল সমবায় দফতর।শুক্রবার রাজ্য সমবায় দফতরের মন্ত্রী অরূপ রায়কে কফি হাউসে তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন তাপস রায়। কফি হাউসের পক্ষ থেকে একটি স্মৃতিফলক তুলে দেওয়া হয়।
ভবিষ্যতে রাজ্য সরকার কফি হাউসের পাশে আছে বলেই জানান মন্ত্রী অরূপ রায়। কফি হাউস কর্তৃপক্ষ জানায় এই ১০ লক্ষ টাকা দিয়ে কফি হাউজের সংস্কারের কাজ হবে।