করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ নয়, নতুন নিয়ম কমিশনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা পরিস্থিতিতে গণনা কেন্দ্রে কড়াকড়ি পদক্ষেপ নির্বাচন কমিশনের। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হলে গণনাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি নেগেটিভ রিপোর্ট ছাড়া প্রার্থী এবং এজেন্টরা প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ নির্বাচন কমিশনের।
দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। করোনা প্রতিরোধে নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে বারবার প্রশ্নও তুলেছে আদালতগুলি। এমনকি তীব্র ভৎসোনার মুখে পড়তে হয়েছে তাঁদেরকে। তাই গণনা নিয়ে নতুন গাইডলাইন জারি করল কমিশন।
নেগেটিভ রিপোর্ট ছাড়া গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না এজেন্ট এবং প্রার্থীরা। ভ্যাকসিনের দুটি ডোজ যারা নিয়েছেন, তাঁরাই প্রবেশ করতে পারবেন। রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে পিপিই কিট।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে বিকেলে বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী
কমিশনের তরফে জানানো হয়েছে, করোনা পরীক্ষার ব্যবস্থা কমিশনের তরফেই করা হবে। গণনার আগের দিন করা হবে পরীক্ষা। তিনদিন আগে সমস্ত এজেন্টদের তালিকা জমা দিতে হবে। একইসঙ্গে গণনাকেন্দ্রের বাইরে জমায়েত করা যাবে না বলে জানিয়েছে কমিশন। এমনকি নিয়ম ভাঙলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ।
আগামী ২ মে রয়েছে পশ্চিমবঙ্গ সহ তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরির ভোট গণনা পর্ব। দেশজুড়ে যা করোনা পরিস্থিতি তার মধ্যে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।