৬ সপ্তাহের মধ্যে করোনায় মৃতদের পরিবারের হাতে তুলে দিতে হবে ক্ষতিপূরণঃ সু্প্রিম কোর্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণের অঙ্ক কত হবে, কীভাবে তা মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে, তার নীতি নির্ধারণের জন্য ছয় সপ্তাহের সময় দিল সর্বোচ্চ আদালত।

কোভিডে মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়ে৷ কিন্তু সরকারের তরফে হলফনামা দিয়ে জানানো হয়, প্রায় ৪ লক্ষ মানুষের এখনও অবধি কোভিডে মৃত্যু হয়েছে। তাই এই বিপুল সংখ্যক মানুষদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ, এমনিতেই কোভিডের কারণে দেশের আর্থিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। তাই এই সময় ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

বুধবার বিচারপতি অশোক ভুষণ এবং এমআর শাহের ডিভিশন বেঞ্চে এবিষয়ে শুনানি চলাকালীন জাতীয় বিপর্যয় আইনের কথা তুলে ধরে আদালত জানায়, জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে নূন্যতম পরিত্রাণ দিতে দায়বদ্ধ সরকার। পাল্টা বিপর্যয় আইনের ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক নয় বলে জানায় সরকার পক্ষ। পরে আদালতের তরফে জানানো হয় আইনে রয়েছে ক্ষতিপূরণ দিতে বাধ্য সরকার৷

বিধি নিষেধ মেনেই তিনটি রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নূন্যতম বাস নামবে রাস্তায়

আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোভিডে মৃতদের নূন্যতম ক্ষতিপূরণ প্রাপ্য। ঠিক কত টাকা পরিবারগুলির জন্য বরাদ্দ করা হবে তার রূপরেখা তৈরি করবে জাতীয় জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা প্রকাশ করা হবে।

আদালতের তরফে জানানো হয়, কোভিডে যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যু তারিখ, সময় এবং মৃত্যুর কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যাতে মৃতের পরিবার সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

সম্পর্কিত পোস্ট