রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে DVC-র বিরুদ্ধে অভিযোগ, Modi কে চিঠি Mamata-র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সময়মতো বাঁধ সংস্কার নিয়ে পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তিনি চিঠিতে অভিযোগ করেন।

এই সমস্যা নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে রাজ্য বন্যা সমস্যা থেকে মুক্তি পাবে না বলেও মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর অনিয়ন্ত্রিত ভাবে ডিভিসি-র মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার কারণে রাজ্যের অনেকগুলি জেলা প্লাবিত হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রস্তুতির যথেষ্ট সময় থাকলেও চার অজানা কারণে ডিভিসি ধাপে ধাপে জল না ছেড়ে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে প্রায় ১০ লক্ষ একর-ফুট জল ছেড়ে দেয় তাতে এই উৎসবের মরসুমে নিম্ন দামোদর অববাহিকা এলাকায় বিপর্যয় দেখা দিয়েছে।

তিন-চার মাসের ব্যবধানে দু’বার এই ঘটনা ঘটায় রাজ্যের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। সম্পত্তি এবং জীবনহানীও হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ৪৯ হাজার কিউসেক জল ছাড়া হয়। দুপুর ১টায় তা বেড়ে হয় ১ লক্ষ কিউসেক। রাত সাড়ে আটটায় ১.২৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়।

তিনি জানিয়েছেন ওই দিনই ঝাড়খণ্ডের শিকাতিয়া জলাধার থেকে ভোর তিনটের সময় ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়। পৌনে ১০টা নাগাদ ছাড়া হয় ১.২০ লক্ষ কিউসেক জল। ১ অক্টোবর সকাল সওয়া আটটা থেকে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ে ডিভিসি। বিকেলে তা কমে হয় ১.২৫ লক্ষ কিউসেক। ২ অক্টোবর সকাল ১০টায় ৯৫ হাজার কিউসেক জল ছাড়া হয়। আবার ওই দিন বেলা ১১টার সময় ছাড়া হয় ৯৫ হাজার কিউসেক জল।

সম্পর্কিত পোস্ট