ফলাফল সংক্রান্ত অভিযোগ ৭ দিনের মধ্যে সংসদের অফিসে জানানোর বিজ্ঞপ্তি, রবিবারেও চলবে কাজ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হয়েছে৷ পরীক্ষা না হওয়া সত্ত্বেও ৯৮ শতাংশ পড়ুয়া এবার পাশ করেছে৷ তবে যারা অকৃতকার্য হয়েছে তারা এই রেজাল্ট মেনে নিতে পারেনি৷ কীসের ভিত্তিতে ছেলে-মেয়েদের ফেল করানো হয়েছ? সেই প্রশ্ন তুলেই জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধে সামিল হয়েছেন পড়ুয়ারা।

অকৃতকার্যদের অভিযোগ, বিনা কারণে ফেল করিয়ে দেওয়া হয়েছে৷ পড়ুয়াদের পাশে এসে দাঁড়িয়েছে শিক্ষকদের একাংশ৷ মার্কশিটে গড়মিলের অভিযোগ তুলেছেন তাঁরা৷  সূত্রের খবর, অবিলম্বে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ সংসদকে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷

এরপরেই নড়েচড়ে বসল সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ফলাফল সংক্রান্ত আবেদন ও অভিযোগ আগামী ৭ দিনের মধ্যে সংসদের অফিসে আবেদন জানাতে হবে। প্রয়োজনীয় নথিসহ বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে সংসদ। সেইমত আজ থেকেই শুরু হয়ে গিয়েছে সেই কাজ। হাজির হয়েছেন বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষকেরা।

এই ঘটনায় সংসদ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত যদি কোনও অভিযোগ থাকে তবে প্রধান শিক্ষকদের আগামী ৭ দিনের মধ্যে সংসদে সেই নথি নিয়ে যোগাযোগ করতে হবে। সমস্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হবে। রবিবার বা ছুটির দিনেও অভিযোগ জানানোর সুযোগ থাকছে।

অলিম্পিকের রুপোলি কন্যা মীরাবাঈয়ের মৈতৈ জাতি লড়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে

মাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করলেও উচ্চমাধ্যমিকে পাশের হার ৯৭.৬৯। পরীক্ষা না হওয়া সত্ত্বেও প্রায় আড়াই শতাংশ পড়ুয়া ফেল করায় রেজাল্ট বেরোনোর পর থেকেই অশান্তি ছড়িয়েছে রাজ্যের নানা প্রান্তে। কোথাও পথ অবরোধ, স্কুল ঘেরাও, আবার কোথাও স্কুলে নির্বিচারে ভাঙা হয়।

উল্লেখ্য, উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার পর থেকে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ৷ পাশের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে অকৃতকার্য পড়ুয়ারা৷ কোথাও রাস্তায় নেমে অবরোধ তো কোথাও স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ৷

সম্পর্কিত পোস্ট