সম্পূর্ণ সুস্থ মহারাজ, বৃহস্পতির সকালে বাড়ি ফিরবেন তিনি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শারীরিকভাবে এখন আগের থেকে অনেকটাই তিনি সুস্থ। ঠিক ছিল বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মতই মঙ্গলের রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল তৎপরতা। সমস্ত ব্যবস্থা সেরে ফেলেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল থেকে বেহালার বাড়ি পর্যন্ত গোটা রাস্তায় ছিল পুলিশের প্রহরা। ছিল হাজার হাজার অনুরাগীদের ভিড়।  তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে জানালেন, আরো একটা দিন হাসপাতাল থেকে যেতে চান তিনি।

বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সৌরভের এই অনুরোধে সাড়া দিয়ে সকাল এগারোটা নাগাদ হাসপাতালের সিইও রুপালি বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা ঘোষণা করেন।

বুধবার সকালে সৌরভের ইসিজি করা হয়েছে। হালকা প্রাতঃরাশ করেছেন তিনি। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/2021-west-bengal-assembly-election-coming-tmc-gets-quick-dission-about-rajib-banerjee/

চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন বাড়ি ফিরলেও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। ইতিমধ্যেই একটি স্টেন বসানো হয়ে গিয়েছে। আরো দুটি স্টেন বসানো হবে দু সপ্তাহ পরে । মঙ্গলবার হাসপাতালে আসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবি শেঠি।

শনিবার থেকে সৌরভের চিকিৎসায় মেডিকেল টিম গঠন করা হয়েছিল। সেই টিমে থাকা সমস্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই তাঁর কথায় সৌরভের হার্ট খুবই ভালো রয়েছে ।স্বাভাবিক জীবনে ফিরতে সৌরভের কোনো বাধা নেই। খেলতে পারবেন ক্রিকেট । তবে মেনে চলতে হবে বেশকিছু রুটিন।

শনিবার সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া জুড়ে যায় সৌরভের দ্রুত আরোগ্য কামনার পোস্ট ছড়িয়ে পড়ে। সৌরভের সুস্থতা কামনায় চলে হোম যজ্ঞ ।

বুধবার সকালে উডল্যান্ডের গেট থেকে ভিড় ছিল নজরকাড়া। অনুরাগীরা উপস্থিত হয়েছিলেন প্ল্যাকার্ড হাতে তাতে কোথাও লেখা ‘গেট ওয়েল সুন দাদা’।  কোথাও লেখা ‘দাদা ইজ ব্যাক’ । আগামীকাল সৌরভকে যখন ছাড়া হবে তখন একই রকম ভিড় হতে পারে বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট