ফের জটিলতা! ‘একসঙ্গে কাজ করা মুশকিল’ -সৌগত রায়কে এসএমএস করে বার্তা শুভেন্দুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক রেশ কাটতে না কাটতেই ফের বুধবার দুপুরে ছন্দপতন । বুধবার সকালে সাংসদ সৌগত রায়কে হোয়াটসঅ্যাপ করে শুভেন্দু অধিকারী জানান, “আমাকে মাফ করবেন ।একসঙ্গে কাজ করা সম্ভব নয়। আমার বক্তব্যের এখনো সমাধান হয়নি। সমাধান না করে আমার ওপর সব চাপানো হচ্ছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে সব জানানোর কথা ছিল আমার। তার আগেই আপনারা প্রেসকে সব জানিয়ে দিলেন । ফলে একসঙ্গে কাজ করা সম্ভব হচ্ছে না।”

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/problem-solve-shuvendu-adhikari-now-in-tmc/

মঙ্গলবার রাতের বৈঠক নিঃসন্দেহে মেগা বৈঠক বলেই মনে করছেন অনেকে । ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক নিঃসন্দেহে রাজনৈতিক দলের মোড় ঘুরিয়ে দেওয়ার মতোই বটে।

তবে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন “যতক্ষণ না আমার মুখ থেকে শুনছেন ততক্ষণ কিছুই বিশ্বাস করবেন না”।  যদি মঙ্গলবারের বৈঠকে সবকিছু সমাধান হয়ে যায় তাহলে এই বার্তা কেন তিনি অনুগামীদের উদ্দেশ্যে দিলেন? বুধবার সকাল থেকে তা নিয়ে উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি।

মঙ্গলবার বৈঠকের পর তৃণমূল সব সমস্যার সমাধানের দাবি করলেও শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। সৌগত রায় জানিয়েছিলেন, খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করবেন শুভেন্দু অধিকারী। তখন সবকিছু আরো স্পষ্ট হয়ে যাবে।

কিন্তু মঙ্গলবার এর রেশ কাটতে না কাটতেই ফের বুধবার সকাল থেকে নতুন করে জটিলতা তৈরি হয় শুভেন্দু বনাম তৃণমূলের অন্দরে। এমনকি শুভেন্দু অভিষেকের এই বৈঠক বিজেপির পরাজয় ও তৃণমূলের জয় বলে ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়া মাধ্যমে।

তবে নিজেদের অনুগামীদের নাকি রাতেই বার্তা পাঠিয়ে দিয়েছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। তৃণমূল বিধায়ক লেখেন, “যতক্ষণ না আমার মুখ থেকে কিছু শুনছেন ততক্ষণ বিশ্বাস করবেন না কিছু বাজারি সংবাদপত্র অনেক কিছুই বলবে।”

প্রসঙ্গত, বুধবার দুপুরে সৌগত রায়কে পাঠানো বার্তায় ক্ষোভ উগরে দিয়েছেন বলেই খবর, শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সম্পর্কে। আরও জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারী নাকি জানতেন না মঙ্গলবারের বৈঠকে উপস্থিত থাকবেন প্রশান্ত কিশোরও। সব মিলিয়ে ফের জটিলতা জারি শুভেন্দু বনাম তৃণমূলের ভবিষ্যৎ সম্পর্কের উপর।

সম্পর্কিত পোস্ট