শর্তসাপেক্ষে মিলল বিজেপির রথযাত্রার অনুমতি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একাধিক টালবাহানার পর শর্তসাপেক্ষে প্রথম দফার রথযাত্রার অনুমতি দিল স্থানীয় প্রশাসন।
শনিবার নদিয়া থেকে শুরু হবে বিজেপির রথযাত্রা। এদিন নবদ্বীপ থেকে রথযাত্রার সুচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
রাজ্যে ৫ টি রথযাত্রা করবে বিজেপি। তার অনুমতি চেয়ে নবান্নের কাছে আবেদন জানায় রাজ্য বিজেপির সহ সভাপতি। বিজেপির আর্জি না মেনে বিষয়টি স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন রাজ্যের মুখ্যসচিব।
যদিও এর মধ্যেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির রথযাত্রার ফলে আইনশৃঙ্খলা ভঙ্গ হওয়ার কথা উল্লেখ করে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। অবশেষে আইনশৃঙ্খলার কথা মাথায় রেখেই অনুমতি দিল স্থানীয় প্রশাসন।
আরও পড়ুনঃ কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, রাজ্যসভায় দাবী কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর
নবদ্বীপ থেকে শুরু হয়ে রথ যাবে মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর অবধি। সেই উপলক্ষে চটির মাঠে ভুমিপুজো এবং হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার, সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী।
বিজেপির সূত্রের খবর, শুক্রবার রাতেই কলকাতায় উপস্থিত হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার সকালে প্রথমে মালদহে উপস্থিত হবেন তিনি। সেখানে গণভোজে অংশগ্রহণ করবেন তিনি। এরপর ইংরেজবাজারে সভার পর নদিয়ার নবদ্বীপে উপস্থিত হবেন তিনি।
এছাড়াও জেপি নাড্ডার সফরের পর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর জনসভার পর উত্তরবঙ্গ থেকে রথযাত্রা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোচবিহার থেকে শুরু হবে রথযাত্রা। এমনটাই বিজেপি সূত্রের খবর।