পুরোনো ঘরে নতুন ইনিংসের জন্য মুূকুল রায়কে শুভেচ্ছাঃ জয়প্রকাশ মজুমদার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একাধিক নেতৃত্বে সামনে বসেই তিনি জানিয়ে দিলেন বিজেপি কেউ করবে না। পাল্টা মমতা বললেন বিজেপি করা যায় না।
মুকুল রায়ের তৃণমূলে যোগদানের পরেই সাংবাদিক সম্মেলন শুরু করে বিজেপি। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানান “প্রায় ১৮ হাজার কার্যকর্তা ঘরছাড়া। বাংলা জুড়ে আইন-শৃঙ্খলা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। একের পর এক খুন-হিংসার ঘটনা ঘটছে। রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব যৌথভাবে ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নিচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে কোন সহযোগিতা করা হচ্ছে না।”
সাংবাদিক বৈঠকের প্রথম থেকে শেষ পর্যন্ত একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে গিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে মুকুল প্রসঙ্গে বেশী শব্দ তিনি খরচ করতে চাননি। চাণক্যর দলবদল প্রসঙ্গে তিনি জানান “পুরনো ঘরে ফিরে নতুন ইনিংস শুরু করার জন্য মুকুল রায়কে শুভেচ্ছা। ”
কটাক্ষ করে তিনি বলেন “এদিন মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার অন্তত দু ঘন্টা আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। তৃণমূলে যোগ দিয়েই মুকুল রায় বলেন এই বাংলায় কেউ বিজেপি করবে না।”
২০২৪ মোদি বিরোধী রণনীতি সাজাতে বৈঠকে পাওয়ার-পিকে
এই প্রসঙ্গের অবতারণা করে জয়প্রকাশ মজুমদার বলেন, “রাজনৈতিক হিংসার বলি হচ্ছে বিজেপি কর্মীরা। মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের খুনের রাজনীতিকেই এককথায় সাপোর্ট করলেন। তার বক্তব্য থেকে অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ”
মুকুল রায়ের দলত্যাগ রাজ্য রাজনীতিতে আজ সাড়া ফেলে দিয়েছে। এখনো পর্যন্ত বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনোরকম মন্তব্য না করলেও একদা মুকুল রায়কে অনুসরণ করে যারা বিজেপিতে যোগদান করেছিলেন তাদের মধ্যে অনেকেই মুখ খুলেছেন। কেউ পক্ষে কথা বলেছেন কেউ বিপক্ষে।
এদিন দিলীপ ঘোষ জানান ” দলের নেতারা দলত্যাগ করলে তাতে দলের কোনো ক্ষতি হয় না। যদি কর্মীরা দল ত্যাগ করে তাহলেই দলের ক্ষতি। কর্মীরা আবার নতুন করে ভারতীয় জনতা পার্টিকে মজবুত করার কাজ শুরু করবে।” যদিও এ বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি কিছুই জানতেন না।
রাজনৈতিক মহলের মতে ভারতীয় জনতা পার্টিকে একপ্রকার অন্ধকারে রেখেই তৃণমূলে ফিরে এলেন মুকুল রায়। কিন্তু কেন? তার একটাই উত্তর “বিজেপি করতে আমার ভালো লাগছে না কেন বিজেপি ছাড়লাম তার বিস্তারিত বিবরণ পরে লিখিত আকারে জানাবো।”