প্রথম দুই দফার নির্বাচনের তালিকা প্রকাশ করল কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথম দুই দফার নির্বাচনের তালিকা প্রকাশ করল কংগ্রেস। এআইসিসির তরফে প্রথম দুই দফার ১৩ জনের তালিকা প্রকাশ করা হয়।

২১ এর নির্বাচনে বাম এবং আইএসএফের সঙ্গে জোট করেই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। একাধিক দফায় বৈঠকের পর এবারের নির্বাচনে ৯২ টি আসনে  লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। শুক্রবার সংযুক্ত মোর্চার সমর্থনে প্রথম দুই দফার বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, খুব শীঘ্রই কংগ্রেস প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সেইমতো শনিবারেই প্রার্থী তালিকা প্রকাশ করল এআইসিসি।

বাকি আসনগুলি বাম এবং আইএসএফের জন্য ছেড়ে দেয় বামেরা। বেশ কিছু আসনে আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য নন্দীগ্রাম আসনটি। শনিবার ১৩ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল এআইসিসি। যার মধ্যে উল্লেখযোগ্য হল বাঘমুন্ডির কেন্দ্রে নেপাল মাহাতোকে প্রার্থীপদের জন্য নির্বাচিত করেছে এআইসিসি।

এখনও অবধি আইএসএফের তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি।

সম্পর্কিত পোস্ট