নির্বাচনে বিশেষ নজরদারি, জেলা ভিত্তিক পর্যবেক্ষক নিয়োগ করল এআইসিসি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। এখনও অবধি বামেদের সঙ্গে আসনরফা নিয়ে বৈঠক শেষ হয়নি। এরই মধ্যে বিশেষ ঘোষণা এআইসিসির। প্রত্যেকটি জেলায় আলাদা করে পর্যবেক্ষক রাখার কথা ঘোষণা করা হল।

কিন্তু হঠাৎ করে নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কেন? যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, শুধুমাত্র রাজ্য নেতৃত্বের ওপর সমস্ত কিছু ছেড়ে না দিয়ে বরং নিজেরাও নজরাদারি রাখতে চাইছে এআইসিসি।

আরও পড়ুনঃ কাবেরি তীরে ত্রিশঙ্কু জোটের লড়াই

প্রত্যেকটি বিধানসভায় প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সমস্ত একাধিক দায়িত্ব থাকবে পর্যবেক্ষকদের ওপর। এমনকি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলার নেতৃত্বরা বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, সোমবার আসনরফা নিয়ে বৈঠকে বসেছে বাম কংগ্রেস। ২৩০ টি আসন নিয়ে আলোচনার পর বাকি ৬৪ টি আসন নিয়ে বঙ্গভবনে আলোচনায় বসেছে দুই দলের শীর্ষ নেতৃত্ব।

একইসঙ্গে ২১ এর নির্বাচনে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আইএসএফ নিয়ে এখনও অবধি মুখ খুলতে রাজি হননি কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, বামেদের সঙ্গে আসনরফা নিয়ে আলোচনার পরেই আইএসএফের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট