একের পর এক নেতাদের তৃণমূল যাত্রা দেখে ত্রিপুরায় দায়িত্বভার বদলে দিল কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কংগ্রেস ছেড়ে তৃণমূলের যোগদান করেছেন একের পর এক নেতারা। কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অব্যহতি জানিয়েছেন পীযূষ কান্তি বিশ্বাস।

নির্বাচনের আগে দলের এই বদলে চিন্তিত ছিলেন ২৪ নম্বর আকবর রোডের নেতারা। তাই তড়িঘড়ি বদল আনলেন। ত্রিপুরা কংগ্রেসের দায়িত্ব পেয়েছেন বিরজিৎ সিনহার ওপর।

আগামী বছরেই ত্রিপুরায় রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে ককবরক রাজ্যে প্রভাব বাড়াতে শুরু করেছে ঘাসফুল শিবির।

কংগ্রেস, সিপি(আই)এম, বিজেপি সহ অন্যান্য দল থেকে একের পর এক নেতারা তৃণমূলে যোগদান করতে শুরু করেছে। তাই দলের রাশ ধরতেই কি এই সিদ্ধান্ত নেওয়া হল?

বৃহস্পতিবার সামশেরগঞ্জের সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধেই কার্যত তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁরাই প্রধান মুখ।

শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রার্থী দেবেন তাঁরা। সেইমতো কোমর বেঁধেছে তৃণমূল নেতৃত্ব। নিয়ম করে প্রতিদিনই ত্রিপুরায় উপস্থিত হচ্ছেন একাধিক নেতারা।

ভারত-আমেরিকা সম্পর্কের নয়া বীজ বপন হল, দ্বিপাক্ষিক বৈঠকের পর জানালেন মোদি

নির্বাচনের আগে বিজেপি বনাম তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে ত্রিপুরাতেও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিতে নারাআজ রাজ্যের প্রশাসন।

তা দেখেই রাজনৈতিক মহলের অভিমত বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে তৃণমূল। একাধিক বিধায়ক পা বাড়িয়েছেন ঘাসফুল শিবিরের দিকে। তাই ঘর গোছাতে দায়িত্ব বদল করল কংগ্রেস।

সম্পর্কিত পোস্ট