কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সংসদে ট্রাক্টর চালিয়ে পৌঁছলেন Rahul Gandhi
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ রাহুল গান্ধীর। ট্রাক্টর চালিয়ে সংসদে প্রবেশ করলেন তিনি। তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের এই কালাকানুন বাতিল করতে হবে। এই আইন দেশের কৃষকদের পক্ষে সুবিধাজনক নয়। কেন্দ্রকে তোপ দেগে তিনি বলেন, ‘তিন কৃষি আইন অবিলম্বে বাতিল বাতিল করতে হবে। এই আইন কৃষক বিরোধী’।
Delhi: Congress leader Rahul Gandhi drives a tractor to reach Parliament, in protest against the three farm laws pic.twitter.com/JJHbX5uS5L
— ANI (@ANI) July 26, 2021
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ফের ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছেন ভারতীয় ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। রবিবার দিল্লির যন্তর মন্তরে দাঁড়িয়ে মোদি সরকারের বিরুদ্ধে এই সুরে হুংকার ছাড়েন প্রতিবাদী কৃষক নেতা।
তিনি বলেন, “কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় ট্রাক্টর জাতীয় পতাকা লাগিয়ে মিছিল করবেন কৃষকেরা। এতে অন্যায়ের কিছু নেই বলে দাবি তাঁর। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন এই দৃশ্য দেখতে পাওয়া সত্যিই গর্বের।”
উত্তরপ্রদেশের মোরাদাবাদ, হাপুর এবং আমরোহার মত শহরগুলি থেকেই পরবর্তী কৃষক জাঠা সূচনা হওয়ার কথা। স্বাধীনতার ঠিক একদিন আগে জাঠাগুলি দিল্লি অভিমুখে যাত্রা করবে বলে কৃষক সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে।
সংসদ ভবনের বাইরে ২২ জুলাই থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন কৃষকরা। সংযুক্ত মোর্চার তরফে জানানো হয়েছে যন্তর-মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। সংসদ ভবনের বাইরে প্রায় ২০০ জন কৃষক অবস্থান শুরু করেছেন। অধিবেশন চলাকালীন প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ৯ আগস্ট পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সংযুক্ত কিষান মোর্চা।
নরেন্দ্র মোদি সরকারের ৩ কৃষক আইনের বিরুদ্ধে গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। গাজিয়াবাদ, সিংঘু, টিকরি সীমান্তসহ একাধিক জায়গা কৃষক আন্দোলনে রণংদেহি চেহারা নেয়।