Congress leader RPN Singh join BJP : Uttarpradesh Assembly Election -র আগে বড় ধাক্কা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দল ছাড়লেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কংগ্রেসে বড় ভাঙন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দল ছাড়লেন। রাহুল ঘনিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে দলে নিয়ে আরও বড় চমক দিতে চলেছে গেরুয়া শিবির। মঙ্গলবারই বিজেপিতে যোগ দিলেন রণজিৎ প্রতাপ নারায়ণ সিং ( Congress leader RPN Singh join BJP  )।

\

সর্বভারতীয় কংগ্রেসকে এখন ‘দুন’ আতঙ্ক তাগড়া করে বেড়াচ্ছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদদের পর দুন স্কুলের আরেক প্রাক্তনী আরপিএন সিং মঙ্গলবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। উল্লেখ্য জ্যোতিরাদিত্য ও জিতিন প্রসাদের মতো আরপিএন সিংও মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় ছিলেন। তাঁর দলত্যাগের ফলে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মুখে বেশ বড়সড় ধাক্কা খেল কংগ্রেস।

রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর কংগ্রেসের অভ্যন্তরে ও কেন্দ্রীয় সরকারে দুনের প্রাক্তনীদের যথেষ্ট রমরমা ছিল । রাজীব নিজে দুনের প্রাক্তনী ছিলেন। সম্ভবত সেই কারণেই তিনি নিজের সহপাঠী সহ দুন প্রাক্তনীদের উপর ভরসা রেখেছিলেন। কিন্তু গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে কংগ্রেসের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে দলের দুন প্রাক্তনীরা।

Congress leader RPN Singh join BJP

দ্বিতীয় ইউপিএ সরকারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আরপিএন সিং। যিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মতোই রাজপরিবারের সদস্য। উত্তরপ্রদেশের কুশিনগর রাজপরিবারের এই সদস্যকে এখনও সেখানকার মানুষ রাজাসাহেব বলে ডাকে।

যদিও ২০১৪ এর লোকসভা ভোটে কুশিনগর কেন্দ্রে বিজেপির রাজেশ পাণ্ডের কাছে হেরে যান। অবশ্য কংগ্রেস হাইকমান্ড তাঁর ওপর যথেষ্ট আস্থা রেখেছিল। তাঁকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের পর্যবেক্ষক নিযুক্ত করা হয়। তিনি বেশ সাফল্যের সঙ্গেই এই দুই রাজ্যে কাজ করছিলেন।

রাজনৈতিক মহলের ধারণা দলের অভ্যন্তরে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিলেও তিনি যে রাজ্যের বাসিন্দা সেই উত্তরপ্রদেশে কংগ্রেসের বিশেষ ভবিষ্যৎ নেই বুঝতে পেরেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

মঙ্গলবার তিনি ট্যুইট করে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়ার পাশাপাশি বিজেপিতে যোগ দেওয়ার কথা জানান। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়েই তিনি বিজেপিতে যাচ্ছেন। সেই এক বুলি আরকি!

Shantanu Thakur : দেশের নাগরিকদের নতুন করে নাগরিকত্ব দিতে দিল্লি চলোর ডাক শান্তনু গোষ্ঠীর

Congress leader RPN Singh join BJP

আরপিএন সিং ( Congress leader RPN Singh join BJP ) এখনও পর্যন্ত একবারই লোকসভার সাংসদ হয়েছেন। তার আগে ১৯৯৬-২০০৯ সাল পর্যন্ত কুশিনগর থেকেই কংগ্রেসের টিকিটে নির্বাচিত বিধায়ক ছিলেন। তাঁর বাবা সিপিএন সিং ১৯৮০ সালে ইন্দিরা গান্ধী মন্ত্রিসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে আরপিএন সিংয়ের পরিবার আদ্যোপান্ত কংগ্রেসী।

স্বাভাবিকভাবেই তাঁর দলত্যাগ ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। দেখা যাচ্ছে যে নেতারা উত্তরাধিকারসূত্রে কংগ্রেসের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন তাঁরাই বর্তমানে শতাব্দীপ্রাচীন দলটির প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদের ক্ষেত্রেও একই কথা খাটে।

যদিও দল ছাড়তেই আরপিএন সিংয়ের ( Congress leader RPN Singh join BJP ) সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, “যাদের লড়াইয়ের দম আছে একমাত্র তারাই কংগ্রেসে।ষ থাকতে পারবে। আরপিএন সিংয়ের মতো যারা ভীরু, তারা দলে এল কি গেল তাতে কিছু যায় আসে না!”

উল্লেখ্য বছরখানেক ধরেই কংগ্রেসের তরুণ মুখরা একে একে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কেন এই ঘটনা ঘটছে তা এআইসিসির খতিয়ে দেখা উচিত। না হলে মুখে যতই বিজেপি বিরোধিতার কথা বলুক না কেন, উপযুক্ত তরুণ প্রজন্মের নেতার অভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কখনোই সাফল্য পাওয়া সম্ভব নয়।

সম্পর্কিত পোস্ট