আইন-শৃঙ্খলা নিয়ে রাজভবনে মান্নান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর মাত্র কয়েকমাস পরেই শুরু হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন। কিন্তু যতই ভোটের সমস্য এগিয়ে আসছে, ততই রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে হিংসার ঘটনা। এই পরিস্থিতিতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে কি না, সেবিষয়ে উদ্বিগ্ন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। সেই উদ্বেগের কথায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে জানালেন তিনি।

সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন তিনি। বেশ কিছু সময় ধরে কথা হয় দু’পক্ষের মধ্যে। রাজ্যে আদৌ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বচাওন হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিরোধী দলনেতা।

 

এদিন বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাতের ছবি নিজেই টুইট করে জানান রাজ্যপাল জগদীপ ধনকড়। এছাড়াও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। আরও একবার উর্দিধারীদের রাজনৈতিক দলদাস বলে কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুনঃ মমতার জামানায় রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বেড়েছেঃ শোভনদেব

কিছুদিন আগেই ডায়মন্ড হারবারের সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া নিন্দা করেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বেশ কিছু আমলা রাজ্যসরকারের হয়ে কাজ করছে বলে অভিযোগ রাজ্যপালের। সেদিনের ঘটনায় বিস্তারিত বিবরণ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি দেন। তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিপিকে তলব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

সম্পর্কিত পোস্ট