করোনায় আক্রান্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সোমবারই করোনা আক্রান্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ঠিক তারপরের দিন মঙ্গলবার করণায় আক্রান্ত হলেন রাহুল গান্ধী। নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ।
তাঁর কথায় মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন সোনিয়া পুত্র। একই সঙ্গে তিনি জানিয়েছেন যারা এই কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন তারা প্রত্যেকে অবশ্যই করোনা টেস্ট করান।
একইসঙ্গে দেশবাসীকে সতর্ক করে তিনি জানিয়েছেন কোভিদ বিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন। দিন কয়েক আগেই কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর।
প্রসঙ্গত দিন দুয়েক আগেই দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমনের ফলে পশ্চিমবঙ্গ নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রকম জনসভা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল গান্ধী। একইসঙ্গে ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
এই করোনা মহামারীর পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আর কোন বড় সভা করবেন না বলে জানিয়েছেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কোনো তারকা প্রচারকও আর কোনো বড় জনসভায় অংশ নেবেন না।
উল্লেখ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই উদ্বেগে পড়েন কংগ্রেস সমর্থকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন জানিয়েছেন,নতুন দিল্লির এইমসে চিকিৎসারত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনোমোহন সিং-এর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ডাঃ বর্ধন, এইমসে যে চিকিৎসকদল প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েেছেন।