নিশীথের নাগরিকত্ব বিতর্কে তদন্তের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস সাংসদ রিপুন বোরার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। নিশীথ প্রামানিক বাংলাদেশের নাগরিক এমনই দাবি করেছেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বোরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও তিনি লিখেছেন। সেই চিঠিতে সংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে যথাযথ তদন্ত করার আর্জি জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠি শনিবার নিজের টুইটারে পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ। চিঠিতে তিনি লিখেছেন একটি গুরুত্বপূর্ণ গুরুগম্ভীর বিষয় দৃষ্টি আকর্ষণ করার জন্য এই চিঠি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিয়োজিত নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব এবং জন্মস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি বাংলাদেশের নাগরিক।
কংগ্রেস সাংসদ রিপুন বোরার দাবি, বাংলাদেশের গাইবাঁধা জেলার পলাশবাড়ি থানার হরিনাথপুরে নিশীথের জন্ম৷ নিশীথ কম্পিউটার কোর্স করার জন্য পশ্চিমবঙ্গে আসেন৷ কম্পিউটারের ডিগ্রি পাওয়ার পর প্রথমে তিনি তৃণমূলে যোগ দেন৷ পরে বিজেপিতে৷
সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন সাধন পান্ডে, সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবরে বিপর্যস্ত পরিবার
তাঁর আরও দাবি, বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে যে, নিশীথ নির্বাচনের নথিপত্রে কোনও কারসাজি করে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে উল্লেখ করেছেন৷ অর্থাৎ সেই নথি ভুয়ো৷ আর এটা যদি সত্যি হয়, তাহলে এটা দেশের ক্ষেত্রে খুব গুরুগম্ভীর বিষয় যে, একজন বিদেশি নাগরিক কেন্দ্রীয় মন্ত্রী!
তাই প্রধানমন্ত্রীর কাছে তাঁর আবেদন, নিশীথের নাগরিকত্ব ও জন্মস্থান নিয়ে যে প্রশ্ন উঠছে, সেটা স্বচ্ছভাবে খতিয়ে দেখা হোক৷ আর এটা নিয়ে দেশে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা খুব তাড়াতাড়ি স্পষ্ট হোক ৷
কংগ্রেস সাংসদ রিপুন বোরার এই চিঠিকে হাতিয়ার করে সরব হয়েছে তৃণমূল। ব্রাত্য বসু থেকে শুরু করে ইন্দ্রনীল সেন ও কুণাল ঘোষ প্রত্যেকেই টুইটারে সরব হয়েছেন। যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে, বিষয়টি নিয়ে চক্রান্ত করছে তৃণমূল।
রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন টুইটারে লিখেছেন, “রাজ্যসভার সাংসদ রিপন বোরা একদম সঠিক প্রশ্ন করেছেন৷ বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে যে, নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক৷ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নিয়োগের আগে কি কোনও কিছুই খতিয়ে দেখা হয়নি? আর তাঁর বিরুদ্ধে যে কতগুলি অপরাধমূলক মামলা চলছে, সেই বিষয়টি ভুলে গেলে চলবে না৷ লজ্জাজনক!”
ইন্দ্রনীল সেন দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ টুইটে লেখেন, “কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলাদেশের নাগরিক! এটা শুনেই আমি হতবাক৷ যদি কোনও কেন্দ্রীয় মন্ত্রী বিদেশি নাগরিক হন, তবে এটি দেশের সুরক্ষার জন্য উদ্বেগজনক বিষয় ৷”
কুণাল ঘোষ টুইটে এই বিষয়ে, অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন । তাঁর দাবি, “স্পষ্ট করে বলা হোক তাঁর জন্ম কোথায়? “