সোমবার বৈঠকে কংগ্রেস, অ্যাজেন্ডা শুধুমাত্র দলের হাইকম্যান্ড নির্বাচন? নাকি অন্য কিছু?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বৈঠকে বসতে চলেছে কংগ্রেস। কিন্তু বৈঠকের অ্যাজেন্ডা শুধুমাত্র দলের হাইকম্যান্ড নির্বাচন? নাকি অন্য কিছু?

সূত্রের খবর, দলের অন্তর্দ্বন্দ্ব এবং সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ২০ জন বর্ষীয়ান কংগ্রেস নেতা চিঠি লেখেন সভানেত্রী সোনিয়া গান্ধীকে। সেই বিষয়েই কথা হবে বলে জানা গিয়েছে। চিঠিতে যারা সই করেছেন তাঁদের মধ্যে রয়েছেন দলের সাংসদ, মুখ্যমন্ত্রী এবং ওয়াকিং কমিটির সদস্যরা।

দলের মধ্যে যে ধরনের ঘটনা ঘটে চলেছে তা মেনে নেওয়া সম্ভব নয়, এর জন্য সঠিক তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করুক দল। সেইসঙ্গে তরুণ নেতাদের আরও দলমুখী করার জন্য হাইকম্যান্ডকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।

বেশ কিছু সময় ধরে দলের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। সেই উত্তেজনা কমাতে সোমবার ফের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে বসতে চলেছে সিডাব্লুসি।

গত সপ্তাহে প্রাক্তন কংগ্রেস মুখপাত্র সঞ্জয় ঝাঁ টুইট করে বলেন, দলের সভাপতি নির্বাচন ঘিরে প্রায় ১০০ জন কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন। পরে সঞ্জয় ঝাঁকে কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, বিজেপির ইশারায় কাজ করছেন সঞ্জয়।

গত লোকসভা নির্বাচনে হারের পর কংগ্রেস সভাপতি পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। কার্যকরী সভাপতি পদে বসেন সোনিয়া গান্ধী। কিন্তু চলতি বছরে সোনিয়া গান্ধীর মেয়াদ শেষের পথে। তাই নতুন পদে কে বসবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

সম্পর্কিত পোস্ট