আগামী বছরের শেষে হবে কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন সহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং একাধিক রাজ্যের নির্বাচনের রণনীতি সাজাতে শনিবার বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সেই বৈঠকে দিল্লির আকবর রোডে সিদ্ধান্ত নেওয়া হয় সভাপতি পদের জন্য আগামী বছর হবে নির্বাচন।

সূত্রের খবর, দলীয় নির্বাচনের আগে গোয়া, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাত নির্বাচনের ওপর বেশী গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস। তার পরে একেবারে নীচু তলা থেকে সমস্ত স্তরে বিরাট বদল আনতে চলেছে কংগ্রেস।

তার আগে পূর্ণ সভাপতি পদে তিনিই থাকছেন বলে জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, সর্বভারতীয় সভাপতি পদে তিনিই থাকবেন৷ জি-২৩ গ্রুপের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, মিডিয়ার মাধ্যমে আমার সঙ্গে কথা বলার প্রয়োজন নেই।

তাঁর কথায়, আমি সবার কথার গুরুত্ব দিয়ে এসেছি। তাই আমাদের সকলের পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার৷ এই চার দেওয়ালের বাইরে যা কিছু হবে তা ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর সভাপতি পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। এরপর দীর্ঘ সময় ধরে খালি ছিল সেই পদ। পরে সেই জায়গায় সোনিয়া গান্ধীকে ফের আনা হয়। এর পর চলতি বছরেই নির্বাচনের সিদ্ধান্ত নেয় ওয়ার্কিং কমিটি।

কিন্তু করোনার কারণে সেই নির্বাচন পিছিয়ে যায়। পরে দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন দলীয় নেতারা। তাই বৈঠক ডেকে নির্বাচনের কথা ঘোষণা করল ওয়ার্কিং কমিটি৷

সম্পর্কিত পোস্ট