দলের পুনর্গঠনে নতুন প্রদেশ সভাপতি চায় কংগ্রেস

শুভজিত চক্রবর্তী

২১ নির্বাচনে বিপর্যস্ত দলকে টেনে তুলতে চায় কংগ্রেস। তাই প্রদেশ কংগ্রেসের পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকেও নতুন মুখকে আনতে চাইছে এআইসিসি। আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নতুন সভাপতির পদ ঘোষণা করতে চায় কংগ্রেস। এমনকি বিধানসভার পর্যালোচনার সময় এআইসিসির কমিটিও এই দিকেই জোর দেওয়ার কথা বলেছিল। এখন প্রশ্ন হল নতুন সভাপতি পদে কাকে দেখা যেতে পারে?

গত বছর সোমেন মিত্রের প্রয়াণের পর প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পান অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবিতে অসন্তুষ্ট দলের নেতারাই। কংগ্রেস সূত্রে খবর, আইএসএফের সঙ্গে জোট সহ বেশ কিছু বিষয় নিয়ে কংগ্রেসের অন্দরে দুটি শিবির তৈরি হয়। একদিকে অধীর ঘনিষ্ট, অন্যদিকে অধীর বিরোধী নেতারা। বিধানসভা নির্বাচনের ফলাফল এবং আগামী লোকসভা নির্বাচনের আগে এখান থেকে দলের ড্যামেজ কন্ট্রোলে অধীরকে দায়িত্ব থেকে সরাতে চায় এআইসিসি।

সদ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চহ্বানের নেতৃত্বে বিধানসভা নির্বাচনের পর্যালোচনা হয়। সেখানে পূর্ণ সভাপতি পদের জন্য নতুন মুখকে চাইছেন দলের একপক্ষ। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ২৪ নির্বাচনে বিরোধী সমীকরণের কথা মাথায় রেখে বর্ষীয়ান কাউকে প্রদেশের দায়িত্ব দিতে চাইছে হাইকম্যান্ড। তবে পুরোটাতেই অধীর চৌধুরীর মতামত নেবে ওয়ার্কিং কমিটি।

বাংলাদেশে রাস্তায় সেনা টহল, কঠোর লকডাউন শুরু

প্রদেশ কংগ্রেস সভাপতি পদে সোমেন মিত্র থাকাকালীন বামেদের সঙ্গে জোটসূত্র তৈরি হয়েছিল। একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা করতেন সোমেন মিত্রকে। এই একই সূত্র ধরে প্রদেশ কংগ্রেস সভাপতির জন্য বর্ষীয়ান নেতাদের তালিকায় আপাতত দুটি নাম উঠে আসছে এক মনোজ চক্রবর্তী এবং আবদুল মান্নান। কারণ, দুই নেতার সঙ্গে বামেদের যেমন সখ্যতা রয়েছে আবার তৃণমূলের সঙ্গে রাজনৈতিক বিরোধীতা থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রয়েছে।

নতুন মুখের জন্য কারা? উঠে আসছে শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তীদের নাম। ইতিমধ্যেই লোকসভার পাশাপাশি প্রদেশের দায়িত্ব সামলানো কঠিন হয়ে উঠছে অধীর চৌধুরীর জন্য। তবুও দুর্গ সামলাতে কয়েকদিন ধরেই ঘুরে চলেছেন নবাবের গড়ে৷ কিন্তু পুরো রাজ্যের কথা মাথায় রেখে অতি শীঘ্রই প্রদেশ সভাপতি পদে নতুন কাউকে চাইছে দল।

প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন জীতিন প্রসাদ। এখন দলবদল করে তিনি বিজেপিতে৷ তাই সেই জায়গায় সলমন খুরশিদ অথবা অখিলেশ সিংহদের নাম উঠে আসছে। আপাতত পুরো বিষয়ে ২৪ নম্বর আকবর রোডের দিকে নজর রয়েছে।

সম্পর্কিত পোস্ট