ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস, সিদ্ধান্ত অধীর চৌধুরীর !

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সম্প্রতি ভবানীপুর কেন্দ্র থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি। পরিবর্তে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এই তত্ত্বেই শিলমোহর দিয়েছে কালীঘাট।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন কারা? বিজেপি সূত্রে জানা যাচ্ছে ফের সেখানে প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ। বামেদের অন্দরমহল সূত্রে খবর প্রার্থী হতে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আর কংগ্রেসের প্রার্থী কে হবেন? জল্পনা শুরু হতেই জানা গিয়েছে ভবানীপুর কেন্দ্র থেকে এবার প্রার্থী দেবে না কংগ্রেস।
অধীর চৌধুরির ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কংগ্রেস আসন্ন ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে। ভবানীপুরে প্রার্থী না দেওয়ার জন্য তিনি দলের হাইকম্যান্ডকে অনুরোধ করেছেন। এতে দলের ভাবমূর্তি ভালো হবে বলে তিনি আশাবাদী। এতে মানুষের কাছেও বার্তা যাবে।
যদিও প্রদেশ কংগ্রেস শিবির সূত্রে জানা গিয়েছে, এই পদক্ষেপ দেখে কেউ যেন এটা ভেবে না নেন যে অধীরবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা করছেন না। পরিস্থিতির চাপে অধীরবাবুকেও বদলাতে হচ্ছে রাজনৈতিক সম্পর্কর সমীকরণ। তাঁর নিজের জেলা মুর্শিদাবাদ, চিরাচরিত কংগ্রেসী দুর্গ হিসাবে পরিচিত। সেখানেও তৃণমূল শুধু ক্লিন সুইপে জিতেছে। জেলায় কংগ্রেস কোনও খাতাই খুলতে পারেনি।
শিয়ালদা-আলিপুরদুয়ার গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আগুন, অল্পের জন্য রক্ষা
অধীরবাবুর নিজের শহর, বহরমপুর সহ মুর্শিদাবাদ আসনেও জয়ী হয়েছে বিজেপি। এমনকি বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পরে অনেকেই সরব হয়েছেন এই বলে যে, অধীরবাবুর অতি বড় মমতা বিরোধীতার জেরেই এবারের ভোটে দলের এই হাল হয়েছে। মানুষ কংগ্রেসকে প্রত্যাখান করেছে। তাই অধীরবাবুও এখন বেশ চাপে আছেন।
রাজনৈতিক মহলের কথায়, বাম ও আইএসএফের সঙ্গে জোট ভালভাবে নেননি আমজনতা। হারাতে হয়েছে কংগ্রেসের গড়। যা নিয়ে তুমুল সমালোচনাপ মুখে পড়তে হয়েছে অধীর বাবুকে।বর্ষীয়ান নেতা আব্দুল মান্নান, সম্প্রতি সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস কমিটি ভেঙে দেওয়ার কথা জানান। যাতে সমর্থন জানিয়েছেন অনেকেই। এই অবস্থা চললে তাঁর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ যেতে বেশিক্ষন সময় লাগবে না।
উল্লেখ্য, রাজ্যে তো বটেই, জাতীয় কংগ্রেসের বহু নেতাই এখন তাঁর অপসারণ চাইছেন। তাঁরা মমতার সঙ্গে কংগ্রেসের যোগসূত্র মসৃণ করে তুলতে চাইছেন। আর সেই কারনেই অধীর কাঁটা উপড়ে ফেলে দিতে চাইছেন তাঁরা।