উপনির্বাচনে তিন কেন্দ্রে বামেদের সমর্থন করবে কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: চলতি মাসেই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে ৩ টি আসনে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। শুধুমাত্র শান্তিপুর আসনে প্রার্থী দেবেন তাঁরা। এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ের মাঝে ভোট শতাংশ ব্যাপক হ্রাস পেয়েছে দুই শিবিরের। শান্তিপুরে বেশ কিছুটা সংগঠন থাকলেও বাকি তিনটি কেন্দ্রে সংগঠন সেভাবে নেই কংগ্রেসের। তাই বাম প্রার্থীদেরকেই সমর্থন করছেন তাঁরা। শান্তিপুর আসনে লড়াই হবে চতুর্মুখী।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। সেবার ৭৭ টি আসন পেয়েছিল বাম-কংগ্রেস জোট। ২০২১ সালে সেই জোটে আসে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মাত্র একটি আসন পায় তাঁরা। এমনকি মালদহ, মুর্শিদাবাদে দাঁত ফোঁটাতে পারেননি অধীর চৌধুরীরা৷
রাজ্যে বাম-কংগ্রেসের বিপর্যয় থেকে অনেকেই মনে করেছিলেন জোটের অবসান হতে চলেছে। কিন্তু তা হল না। বামেরা একতরফা আগেভাগে প্রার্থী ঘোষণা করলেও উপনির্বাচনে সেই জোটের ধারা বজায় থাকল। কিন্তু তৃণমূল এবং বিজেপির ভোট লড়াইয়ে জায়গা করতে পারবেন তাঁরা? প্রশ্ন রাজনৈতিক মহলের।