আজাদের নয়া কীর্তি, মমতার উপস্থিতিতে রাজধানীতেই ঘাসফুলে যোগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে সমস্ত অবিজেপি দলগুলি। পিছিয়ে নেই কংগ্রেস। তার মধ্যেও ভাঙ্গন অব্যাহত। শোনা যাচ্ছে মঙ্গলবার বিকেল ৫ টা তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুলে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা কীর্তি আজাদ।
সোমবারই দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
এছাড়াও রাজনীতির আকাশে বাতাসে জাভেদ আখতারের রাজনৈতিক যোগদানের প্রসঙ্গ উড়ে বেড়াচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে হয়তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুলের যোগ দিতে পারেন জাভেদ আখতার এবং শাবানা আজমি।প্রসঙ্গত গতবার তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের ছেলে কীর্তি আজাদ দ্বারভাঙ্গা থেকে তিনবারের সাংসদ বিজেপির টিকিটে। ২০১৯ লোকসভা নির্বাচনে ধানবাদ কেন্দ্র থেকে প্রার্থী হন তিনি।
Congress leader Kirti Azad to join TMC today in Delhi: Sources
(File photo) pic.twitter.com/1WeF8lPsKm
— ANI (@ANI) November 23, 2021
তবে কংগ্রেসের ভাঙ্গন ভাবার চেয়ে রাজনৈতিক শিবিরকে এটাই প্রথমবার নয় এর আগে সুস্মিতা দেব এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফালেরিও যোগ দিয়েছেন তৃনমূলে।এছাড়াও গত মাসেই উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী ও তার ছেলে ললিতেশপতি ত্রিপাঠী তৃণমূলে যোগ দিয়েছেন। বর্তমানে দুজনেই রাজ্যসভার সাংসদ। সুস্মিতা দেব ত্রিপুরা নির্বাচনের দায়িত্ব সামলাচ্ছেন।