শুভেন্দু অপসারণের দাবি কন্টাই সমবায় ব্যাঙ্কে

দ্য কোয়ারি ডেস্ক: শুভেন্দু অধিকারীকে অপসারণের দাবি উঠল পূর্ব মেদিনীপুরের কন্টাই সমবায় ব্যাঙ্কে। তিনি এই ব্যাঙ্কের ইউনিয়নের সভাপতি। তৃণমূলে থাকার সময়েই এই পদ পেয়েছিলেন শুভেন্দু। দল, বিধায়ক পদ, মন্ত্রীত্ব ছেড়ে বিজেপিতে গেলেও এই সব সমবায় ব্যাঙ্কের পদগুলি এখনও ধরে রেখেছেন শিশিরপুত্র।

কিন্তু তাঁকে এখন সেই সব পদ থেকে সরাতে মরিয়া হয়ে গিয়েছে তৃণমূল। সব ক্ষেত্রে সমান সাফল্য না পেলেও বেশির ভাগ ক্ষেত্রেই তৃণমূল ধাক্কা দিচ্ছে শুভেন্দু সহ অধিকারীদের। এবার কন্টাই সমবায় ব্যাঙ্কের ইউনিয়নের সভাপতির পদ থেকে শুভেন্দুকে সরাতে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।

ইতিমধ্যেই কন্টাই সমবায় ব্যাঙ্কের ১৪জন ডিরেক্টরের মধ্যে ১১ জনই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন। সেই প্রস্তাব জমা দেওয়া হয়েছে, ইউনিয়ন সম্পাদক হরিসাধন দাস অধিকারীর কাছে।

তিনি জানিয়েছেন, আগামী ২ অগাস্ট ইউনিয়নে বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই এই অনাস্তা প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মনে করা হচ্ছে সেদিনই শুভেন্দুকে অপসারিত করা হবে।

মেদিনীপুর জেলাকে বলা হত অধিকারীদের খাস তালুক। অথচ একুশের বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে কাঁথি ভিন্ন আর কোথাও অধিকারীদের কোনও জাদুই কাজ করেনি।

কাঁথির ২টি আসন বিজেপি পেয়েছে। এর বাইরে জেলা থেকে বিজেপি আরও ৫টি আসন পেয়েছে। কিন্তু তার জন্য অধিকারীদের কোনও ভূমিকা নেই।
জেলার বাম ভোট গিয়েছে রামের ঝুলিতে। তার সঙ্গে যোগ হয়েছে বিজেপির নিজস্ব ভোট। তার হাত ধরেই জেলার ১৬টি আসনের মধ্যে ৭টি পেয়েছে বিজেপি।

সম্পর্কিত পোস্ট