ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর জ্বালিয়ে নতুন কৃষক আইনের বিরোধ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত কয়েকদিন ধরে কৃষি বিল নিয়ে গোটা দেশে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে রবিবার বিল দুটিকে আইনে পরিবর্তিত হওয়ার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সোমবার সকাল থেকেই ফের শুরু হল নতুন কৃষি আইনের বিরোধ। সোমবার সকালে দিল্লির ইন্ডিয়া গেটে ট্রাক্টর জ্বালিয়ে প্রতিবাদ শুরু করেন কৃষকরা।
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় ১৫ থেকে ২০ জন ইন্ডিয়া গেটের সামনে জমায়েত করেন। জ্বালিয়ে দেওয়া হয় একটি পুরাতন ট্রাক্টর। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী।
দমকলের কর্মীরা উপস্থিত হয়ে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পিছনে কারা যুক্ত রয়েছে তার খোঁজ শুরু করেছে পুলিশ।
এদিন সকালে প্রতিবাদের ভিডিও লাইভ স্ট্রিমিং হয় পাঞ্জাব যুব কংগ্রেসের ফেসবুক পেজ থেকে। এর আগে হরিয়ানার আম্বালায় একটি ট্রাক্টর জ্বালানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা।
রবিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের পর পাঞ্জাব এবং হরিয়ানায় কৃষকের যে প্রতিবাদ চলছিল সেই আগুনে ঘৃতাহুতি দেয়।
এদিন শহীদ ভগত সিংয়ের জন্মস্থান খাটকার কালোনে ধর্না দেবেন বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
#UPDATE: Five people – residents of Punjab – detained in connection with the protest and burning of a tractor near India Gate in Delhi. Legal action initiated. https://t.co/IMtkZge2l7
— ANI (@ANI) September 28, 2020
বুধবার থেকেই পাঞ্জাবের কৃষক মজদুর সংঘর্ষ কমিটি নয়া বিলের প্রতিবাদে আন্দোলন শুরু করে। ওই দিন থেকেই শুরু হয়ে রেল রোকো আন্দোলন।
অন্যদিকে সোমবার নতুন কৃষক আইনের বিরোধীতায় কর্ণাটকে বনধ ঘোষণা করেছে কৃষক সংগঠনগুলি। কর্ণাটকে বনধকে সমর্থন জানিয়েছে বিরোধী দল কংগ্রেস।
প্রায় এক সপ্তাহ পার হল রাজ্যসভায় পাশ হয়েছে নতুন দুই কৃষক আইন। শুরু থেকেই এই আইনের বিরোধীতায় সরব হন বিরোধী দলের সাংসদরা।
রাজ্যসভায় যেভাবে এই আইন পাশ হয়েছে তাকে অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে দাবী করেন বিরোধীরা। শুধুমাত্র মুখে ভোট করানোর জন্য ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের বিরধীতা করেন তাঁরা।