বদল কোচবিহারের পুলিশ সুপার, প্রশাসনিক পদে বিরাট রদবদল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শপথ নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বদল করে দেওয়া হল কোচবিহারের পুলিশ সুপারকেও। নতুন পুলিশ সুপার পদে এলেন কে কান্নান।

কোচবিহারের ভোটের আগেই পুলিশ সুপার পদে আনা হয় দেবশিস ধরকে। ১০ এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সুপার দেবাশিস ধর দাবী করেন আত্মরক্ষার জন্যেই গুলি চালিয়েছে পুলিশ।

তিনি জানিয়েছিলেন, প্রায় তিনশো একটি দল লাঠি এবং অস্ত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে। উত্তেজিত জনতা ইভিএম এবং কেন্দ্রীয় বাহিনীর থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী। পরে ময়নাতদন্তের রিপোর্ট এলে তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়।

পুলিশ সুপার বিজেপির হয়ে কাজ করছে এই অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি খুন অত্যাচার করছে । সবথেকে বেশী অত্যাচার কোচবিহারে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এরপরেই শপথ নিয়ে পুলিশ সুপারকে বদলি করে দেন মুখ্যমন্ত্রী।

ভোটের আগে একাধিক জেলার পুলিশ সুপারকে বদল করা হয়েছিল। শপথ নেওয়ার পর প্রশাসনিক পদে বিরাট রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদল করা হল পুর্ব মেদিনীপুর, হাওড়া, ডায়মন্ড হারবার, জঙ্গিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর।

সম্পর্কিত পোস্ট