উত্তরপূর্বে করোনা থাবা, দেশ জুড়ে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের করোনা আক্রান্তের খবর মিলল ভারতে। এবারের ঘটনাস্থল মণিপুর।

সূত্রের খবর, সম্প্রতি ২৩ বছর বয়সী এক তরুণ ইংল্যান্ড থেকে ফিরেছেন। স্বাস্থ্য পরীক্ষার পর তার শরীরে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু।এরপরই ওই তরুণ সহ তার গোটা পরিবারকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ক্রমশ দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশের ৩২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ট্রেন। বন্ধ রাখা হয়েছে বিমান পরিষেবাও।

জনগণকে বারবার কেন্দ্র ও রাজ্যের তরফে প্রয়োজন ছাড়া বেরোতে নিষেধ করা হচ্ছে। কিন্ত হুঁশ ফিরছে না কিছুতেই। কড়া হাতে দমন করতে তাই লকডাউন লঙ্ঘনকারীদের শাস্তির ব্যবস্থা করেছে সরকার।

আরও পড়ুনঃসরকারী নির্দেশিকাকে বুড়ো আঙুল, একসঙ্গে লাইনে ৭০ জন, চলছে টিকিট বাতিল

লকডাউনের মধ্যে রাতে নিয়ম ভাঙায় ১৯ জনকে গ্রেফতার করল নিউ আলিপুর থানা। তবে শুধু নিউ আলিপুর থেকে ১৯ জন নয়, লালবাজার সূত্রে খবর, লকডাউন নিয়ে সরকারি নির্দেশিকা অমান্য করায় মোট ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

টুইট করে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা। টুইটে শহরবাসীকে তিনি ঘরে থাকার ও পুলিশের সঙ্গে সহযোগিতার করার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি, আরও জানিয়েছেন শহরজুড়ে পুলিশের টহলদারি অভিযান চলবে।

এমতাবস্থায় লকডাউনের প্রথম দিনেই অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার ফের রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। আর এই কঠিন পরিস্থিতিতে ফের কী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী সেদিকেই তাকিয়ে আপামর দেশবাসী।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কঃ পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু মালদায়

১৯ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ২২ মার্চ ১৪ ঘন্টা কার্ফু ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে তা পালন করেছেন দেশবাসী।

প্রসঙ্গত, ভারতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই। ইতিমধ্যেই মারণ ভাইরাসে এদেশে শিকার হয়েছেন ৯ জন। ভারতে তৃতীয় পর্যায়ের সংক্রমণ রুখতে কঠোর প্রশাসন।

সম্পর্কিত পোস্ট