করোনা আক্রান্ত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে জানা গেছে কয়েকদিন ধরেই জ্বর সর্দি-কাশি শহর একাধিক উপসর্গ দেখা গিয়েছিল মন্ত্রীর শরীরে। সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষা করেন তিনি। পজিটিভ আসে তার রিপোর্ট।

নিজে টুইট করেই সে কথা জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। আপাতত বাড়িতে থেকেই তার চিকিৎসা হবে।

অন্যান্য বারের মত এবারও নিজের বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেছিলেন মন্ত্রী।  সেখানেই বহু মানুষের সংস্পর্শে আসেন তিনি। সেই জনসংযোগ থেকেই কোনোভাবে করোনা আক্রান্ত হন তিনি। তার রিপোর্ট পজিটিভ আসার পর তিনি প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন।

ফের উন্নাওয়ে মর্মান্তিক ঘটনা, জমি থেকে উদ্ধার দুই কিশোরীর মৃতদেহ

উল্লেখ্য দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। তবে এখনি মাস্ক ও স্যানিটাইজার ছাড়লে চলবে না বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

অন্যদিকে, বিগত কয়েকদিন ধরে বেশ কয়েকজন পর্যটকের শরীরে খোঁজ মিলেছে করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় স্ট্রেনের।

সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্ট্রেন পাওয়া গিয়েছে চারজনের শরীরে। ব্রাজিলের স্ট্রেন মিলেছে একজনের শরীরে। প্রত্যেকেই কোয়ারেন্টাইনে রাথা হয়েছে। তাই চিকিৎসকের সকলকেই করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

সম্পর্কিত পোস্ট