উচ্চ রক্তচাপ, নজরদারির জন্য হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হওয়ার পর আশাপ্রদ উন্নতি না হওয়ায়হাসপাতালে ভর্তি হলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।গত ১৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হওয়ার পর থেকে হোম আইসোলেশনেই ছিলেন মন্ত্রী। শ্বাসকষ্ট না থাকলেও করোনা সংক্রমিত হওয়ার দিন সাতেক পরও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের জ্বর এবং গায়ে ব্যথা রয়েছে। শরীর খুব দুর্বল। তাই চিকিৎসকদের পরামর্শে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হল।

গত ১৮ ফেব্রুয়ারি নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছিলেন, ‘আমি করোনায় আক্রান্ত। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন গত সাত দিনে, দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’ বিদ্যুৎমন্ত্রীর বয়সই আপাতত চিন্তার কারণ চিকিৎসকদের।

৭৭ বছর বয়সী মন্ত্রীর আপাতত উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে।এই কো-মর্বিডিটির জন্যই বিশেষ ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিত্‍সক সৌতিক পাণ্ডা, সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ফুসফুস রোগ বিশেষজ্ঞ অঙ্কন বন্দ্যোপাধ্যায়ও তাঁকে পর্যবেক্ষণ করছেন। আপাতত শোভনদেবের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

সোমনাথ জায়া প্রয়াত, শেষ শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার বিকেলে হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়, গত দু’দিন হালকা জ্বর এবং দুর্বলতা ছিল বলে পরিবারের তরফে জানানো হলেও, এই মুহূর্তে জ্বর নেই শোভনদেবের। সজাগ রয়েছেন তিনি। সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক। সজাগ রয়েছেন তিনি। এমনকি বাড়তি অক্সিজেনও দিতে হয়নি। তবে বেশ কিছু পরীক্ষা করা হচ্ছে তাঁর। প্রাথমিক ভাবে কিছু ওষুধ দেওয়া হয়েছে দেখে। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে।

সম্প্রতি করোনার দাপট খানিকটা কমার ইঙ্গিত মিলতেই ফের রাজনৈতিক এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যাকে। গত মঙ্গলবার সরস্বতী পুজোর দিনও প্রচুর মানুষের সংস্পর্শে আসেন তিনি।

নিজের বাড়ির পাশাপাশি পুজো করেন তৃণমূল ভবনেও। সেদিন রাত থেকেই শোভনবাবুর অসুস্থতা শুরু হয়। পরদিন বুধবার করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট আসে পজিটিভ। অবশেষে তাকে হাসপাতালেও ভর্তি হতে হল।

সম্পর্কিত পোস্ট