করোনা আক্রান্ত পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আরও এক রাজ্যের হেভিওয়েট মন্ত্রী করোনা আক্রান্ত। সুজিত বসু, স্বপন দেবনাথ, জ্যোতিপ্রিয় মল্লিক এর পর এবার করণা আক্রান্ত হলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।
লকডাউনের পর থেকে বেশ কয়েকটা মাস নিজে বাড়িতেই ছিলেন। এমনকী রাজ্য মন্ত্রিসভার বৈঠক অথবা দলের কর্মসূচিতেও খুব একটা দেখা যায় রাজ্যের শুভেন্দু বাবুকে। তবে নিজের জেলা ছাড়াও অন্তত ৫ জেলায় তাঁরই তত্বাবধানে মানুষজনের কাছে পৌঁছে গিয়েছে নিত্যপ্রয়োজনীয় রসদ।
প্রায় দিন পর তিনি ব্যস্ত থেকেছেন মানুষের সঙ্গে জনসংযোগে। এবার খবর পাওয়া গিয়েছে তৃণমূলের এই অন্যতম হেভিওয়েট নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধেবেলাতেই কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পান পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । অ্যান্টিজেন টেস্টে তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। একইসঙ্গে জানা গিয়েছে কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁর বয়স্কা মা-ও। তাদের রাতেই হাসপাতালে ভরতি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জনপ্রিয় নেতা হিসাবেই পরিচিত শুভেন্দু অধিকারী। পরিবার সূত্রে খবর, তেমন কোনও উপসর্গ না থাকলেও দিন কয়েক আগে সন্দেহ হওয়ায় শুভেন্দু অধিকারী করোনা পরীক্ষা করান। বৃহস্পতিবার সন্ধেবেলা সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার হলদিয়ায় তাঁর একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাতে তিনি আর যোগ দেননি । রিপোর্ট পেতেই কোলাঘাটের একটি সরকারি গেস্ট হাউসে আইসোলেশনে চলে যান তিনি। একইসঙ্গে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর মা গায়েত্রী অধিকারীর।
পরিবার সূত্রে আরও খবর, দিন কয়েক আগেই মন্ত্রীর মায়ের অস্ত্রোপচার হয়েছে, তাঁর স্থূলতাজনিত সমস্যাও আছে। তাই করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর আর ঝুঁকি না নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পরই গায়েত্রী দেবীকে এক নামী বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-chief-minister-who-was-generous-at-the-festival-compared-the-bjp-with-a-vulture-without-naming-it/
উল্লেখ্য গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেসের অন্দরে একের পর এক নেতার কোভিড আক্রান্ত হওয়ার খবর এসেছে। ইতিমধ্যেই রাজ্যের দুই বিধায়কের প্রাণ গিয়েছে করোনা সংক্রমণের কারণে। এই অবস্থায় শুভেন্দু অধিকারী বিষয়টিকে কোনভাবেই হালকা করে নিচ্ছেন না।
পারিবারিক ডাক্তারের পরামর্শ মত আইসোলেশনেই রয়েছেন তিনি। এবং শীঘ্রই হাসপাতালেও ভর্তি হতে পারেন এই হেভিওয়েট তৃণমূল নেতা। যদিও সাম্প্রতিক সময়ে এই তৃণমূল নেতাকে নিয়ে গুজব রয়েছে। দলীয় ও সরকারি বিভিন্ন কর্মসূচি থেকে তিনি নিজেকে সরিয়ে রাখছেন।
তবে অধিকারী পরিবার সূত্রে বারবার জানানো হয়েছে শুভেন্দু অধিকারী তৃণমূলের রয়েছেন। তাই এই নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই।