করোনা ও তৃণমূল- বিজেপি তরজায় প্রথমদিনেই উত্তপ্ত লোকসভা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বাদল অধিবেশনের শুরুর দিনেই সংসদের ভিতরেও তৃণমূল বনাম বিজেপি তরজা অব্যাহত। এদিন লোকসভায় ব্যাঙ্কিং রেগুলেশন এমেডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। পরে সংসদের কার্যবিররণী থেকে তা বাদ দেওয়া হয়। তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে বলে বিজেপি।

স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে অধিবেশন। কিন্তু প্রথম দিনেই ১৭ জন সাংসদের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ল। ১২ জন বিজেপি সাংসদ সহ রয়েছেন কংগ্রেস, শিবসেনা, ওয়াইআরএস রুএবং ডিএমকে এবং আরএলপির একজন করে সাংসদ।

করোনা আক্রান্ত মিনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে, পরবেশ সাহিব সিং সহ অনেকেই।  ১৩ এবং ১৪ তারিখ সাংসদদের করোনা টেস্ট করা হয়েছিল। রবিবার নিজের করোনা পজিটিভের কথা টুইট করে জানিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/the-central-government-is-going-to-pass-several-new-bills/

সংসদের ৭৮৫ জন সদস্যের মধ্যে প্রায় ২০০ জনের বয়সের ষাটের অধিক। তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সংসদের তরফে অনুপস্থিত থাকার কথা জানানো হয়েছে।

এর আগে ৭ জন কেন্দ্রীয় মন্ত্রী সহ একাধিক বিধায়ক এবং সাংসদরা করোনা আক্রান্ত হন। বহু বিধায়ক করোনার কারণে প্রাণ হারিয়েছেন। অনেকে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা কালেও ১৮ দিনের জন্য শুরু হয়েছে বাদল অধিবেশন। মোবাইলের মাধ্যমে সাংসদদের হাজিরা দিতে হবে। স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে দুটি আসনের মাঝে পলি-কার্বন শিটের ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট