মধ্যপ্রদেশে ৮ জনের দেহে করোনার ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট

দ্য কোয়ারি ওয়েডেস্কঃ মধ্যপ্রদেশে নতুন করে ৮ জনের দেহে ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের দাবী মৃত ২ জন কোনও ভ্যাকসিন না নেওয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। এছাড়াও কেরল এবং মহারাষ্ট্রে করোনা ডেলটা প্লাস ভাইরাস ধরা পড়েছে। জম্মু-কাশ্মীরে একজনের দেহে মিলেছে এই ভাইরাস।

বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কমেছে দেশে দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু সেই সংখ্যা আপাতত ৫০ হাজারের উর্ধ্বে৷ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ৫১,৬৬৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩,০১,৩৪,৪৪৫ জন।

এখনই লোকালে সম্মতি নেই মুখ্যমন্ত্রীর, যাত্রী সুবিধার্থে বাড়ল স্টাফ স্পেশালের সংখ্যা

গত ২৪ ঘন্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ১,৩২৯ জনের। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩,৯৩,৩১০ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬,১২,৮৬৮ জন। আক্রান্তের হার ২.৯৮ শতাংশ৷

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৮৪৪ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ১২,০৭৮ জন। যা দেশে সর্বাধিক। তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬,১৬২ জন। অন্ধ্রপ্রদেশে গত ১৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪,৯৮১ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত ৩,৯৭৯ জন।

সম্পর্কিত পোস্ট