করোনার প্রভাব স্টক মার্কেটেও, রেকর্ড পতন সেনসেক্সের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট। বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন কর্ণাটকের এক ব্যাক্তি। এরই মধ্যে শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স এবং নিফটির ধারাবাহিক পতন অব্যাহত। প্রায় ১ ঘন্টার জন্য বন্ধ রাখা হয় বম্বে স্টক এক্সচেঞ্জ। দুই সুচকের প্রায় ১০ শতাংশ পতন হয়।
আরও পড়ুনঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনার দাপট, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৩
এদিন সকাল ৯ টা ২০ নাগাদ ২৪০০ পয়েন্ট সেনসেক্স সুচক পড়ে। ২০১৭ সালের পর এই প্রথমবার ৯ হাজারের নীচে নেমে যায় নিফটি সুচক। প্রায় ১১২১ টি শেয়ারে উল্লেখযোগ্য পতন হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন মাত্র ৮০ টি শেয়ারের দর ছিল উর্ধ্বগামী। ডলারের মূল্য দাঁড়ায় ৭৪.৪৪ টাকা।
অর্থনীতিবিদরা জানিয়েছেন, করোনা ভাইরাসের আতঙ্কে গত এক সপ্তাহ ধরে এশিয়ার শেয়ার বাজারে নজিরবিহীন পতন দেখা গিয়েছে। বৃহস্পতিবার থেকেই ভারতীয় বাজারে তার প্রভাব পড়তে শুরু করে। গতকাল সেনসেক্সের পতন হয় ৩০০০ পয়েন্ট। প্রায় ৭০০০ পয়েন্টের বেশী নিফটির পতনের কারণে তা ১০ হাজারের নীচে চলে আসে। শুক্রবারও সেই পতন অব্যাহত থাকায় চরম সমস্যার সম্মুখীন হন লগ্নিকারীরা।
আরও পড়ুনঃ #CoronaVirusUpdateসংক্রমণ ঠেকাতে ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ট্রম্প প্রশাসনের
চিন থেকে ছড়িয়ে বিশ্বের ১০৮ টি দেশে থাবা বসিয়েছে করোনা। চিন, জাপান, ইরান, ইতালির মত গুরুত্বপুর্ণ দেশগুলিতে এর প্রভাব সব থেকে বেশী পড়ায় আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে। যার বিশ্বের অর্থনীতির বাজার আরও পড়তে শুরু করেছে। যতদিন অবধি করোনা আতঙ্ক মানুষের মধ্যে থেকে দুর হয় ততদিন অর্থনীতির বাজারে মন্দা চলতে থাকবে বলে মনে করছেন অর্থনীতিবীদরা।